• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ রাত ০৮:২৪:৪৭ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

ভারতের ৬ বিমান ভূপাতিতের দাবি প্রত্যাখান করলো পাকিস্তান

১০ আগস্ট ২০২৫ সকাল ০৯:৩৩:৩৪

সংবাদ ছবি

আন্তর্জাতিক ডেস্ক: অপারেশন সিঁদুরের তিন মাস পরে এসে ভারতীয় বিমান বাহিনীর প্রধান দাবি করেছেন তারা অভিযানের সময় ৫টি যুদ্ধবিমানসহ পাকিস্তানের ৬টি বিমান ভূপাতিত করেছেন। এমন দাবির প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ ভারতীয় বিমানবাহিনী প্রধানের দাবিকে ‘মিথ্যা, হাস্যকর ও সত্য থেকে বহু দূর’ বলে অভিহিত করেছেন।

৯ আগস্ট শনিবার নিজের সরকারি এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে দেয়া পোস্টে ভারতীয় সামরিক নেতৃত্বকে সমালোচনা করে আসিফ বলেন, তিন মাস আগে সংঘর্ষ শেষ হওয়ার পর হঠাৎ এমন দাবি যেমন অবিশ্বাস্য, তেমনি অসময়ের।

Ad
Ad

পাকিস্তানের একটি বিমানও ভূপাতিত হয়নি বা ধ্বংস হয়নি বরং পাকিস্তান রাফায়েলসহ ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলেও জানান তিনি। বলেন, এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও মানববিহীন বিমান ধ্বংস করেছে এবং অকেজো করেছে কয়েকটি ভারতীয় বিমানঘাঁটি।

Ad

চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি আরও বলেন, উভয় দেশের যুদ্ধবিমানের তালিকা স্বাধীনভাবে যাচাইয়ের সুযোগ দেয়া হোক। এতে প্রকৃত সত্য প্রকাশ পাবে। অপারেশনের সময় আন্তর্জাতিক গণমাধ্যমকে নিয়মিত ব্রিফিং দিয়েছে পাকিস্তান। এছাড়া আন্তর্জাতিকভাবেও ভারতীয় ক্ষতির বিষয়টি স্বীকৃত হয়েছে।

মিথ্যার মাধ্যমে যুদ্ধ জয় করা যায় না বলেও উল্লেখ করেন আসিফ। বলেন, নৈতিক কর্তৃত্ব, জাতীয় সংকল্প ও পেশাদার দক্ষতার মাধ্যমেই কেবল জয় সম্ভব।

এর আগে শনিবার ভারতের বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং দাবি করেন, মে মাসের সংঘর্ষে ভারত পাকিস্তানের পাঁচটি ফাইটার জেট এবং আরেকটি সামরিক বিমান ভূপাতিত করেছে। পাকিস্তানের বিমান ক্ষয়ক্ষতি নিয়ে এটিই ভারতের প্রথম দাবি। পাকিস্তানের বেশিরভাগ বিমান ভারতের এস-৪০০ সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম দিয়ে ধ্বংস করা হয় বলেও জানান তিনি।

সূত্র: জিও নিউজ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us