• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ বিকাল ০৫:৫৭:৩৪ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

দেশে ফিরছেন আরও ৩০৯ বাংলাদেশি

১০ অক্টোবর ২০২৫ সকাল ১১:৪৮:১৮

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক : লিবিয়ার রাজধানী ত্রিপলী থেকে স্বেচ্ছায় দেশে ফেরার প্রক্রিয়া সম্পন্ন করেছেন ৩০৯ জন বাংলাদেশি নাগরিক।

৯ অক্টোবর  বৃহস্পতিবার তাদের প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয় এবং তারা শুক্রবার (১০ অক্টোবর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

Ad
Ad

ত্রিপলীতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, দূতাবাসের নিরলস প্রচেষ্টা এবং লিবিয়ার জাতীয় ঐক্যমতের সরকারের সহযোগিতায় এই বিপুল সংখ্যক নাগরিককে দেশে ফেরানো সম্ভব হয়েছে।

Ad

প্রত্যাশিত সময়সূচি অনুযায়ী, তারা ফ্লাই ওইয়া এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর YI5040-এ করে দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও মিনিস্টার (পলিটিক্যাল) কাজী আসিফ আহমেদ প্রত্যাবাসিতদের বিদায় জানান। তিনি বলেন, বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে দূতাবাস দিনরাত পরিশ্রম করেছে এবং পরিবারের সঙ্গে তাদের পুনর্মিলনের এই মুহূর্তটি দূতাবাসের জন্যও আনন্দের।

দূতাবাসের কর্মকর্তারা আরও নিশ্চিত করেছেন, লিবিয়ায় আটকে পড়া ও বিপদে পড়া অন্যান্য বাংলাদেশিদেরও ধাপে ধাপে দেশে ফেরানোর কার্যক্রম অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us