• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ দুপুর ০১:৩১:৫৮ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

মাদক-চাঁদাবাজির প্রতিবাদ করায় ৫ জনকে কুপিয়েছে দুর্বৃত্তরা

৬ অক্টোবর ২০২৫ সকাল ১০:২৩:৫৫

সংবাদ ছবি

গাজীপুর (মহানগর) প্রতিনিধি: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানাধীন উত্তর খাইলকুর এলাকায় মাদক সেবন, বিক্রি এবং চুরি-ছিনতাইয়ের প্রতিবাদ করায় পাঁচজন স্থানীয় বাসিন্দাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর চিহ্নিত দুষ্কৃতকারীরা। আহতদের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী এক ব্যক্তির স্ত্রী রেখা আক্তার লিপি (৩৭) বাদী হয়ে গাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীরা দীর্ঘদিন ধরে এলাকায় নেশাজাতীয় দ্রব্য সেবন, ক্রয়-বিক্রয় করাসহ চুরি ও ছিনতাই করে আসছে। স্থানীয়রা প্রতিবাদ করলে তাদের মারধর ও হুমকি দেওয়া হয়। গত ১ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে উত্তর খাইলকুর এলাকার হাজী আবু সাঈদ মার্কেটের পূর্ব পার্শ্বের বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম (৪০)-এর বসতবাড়ির মেইন গেটের সামনে এসে অভিযুক্তরা বহিরাগতদের কাছে প্রকাশ্যে নেশাজাতীয় দ্রব্য বিক্রি করতে থাকে।

Ad
Ad

​জাহাঙ্গীর আলম এবং এলাকার সচেতন ব্যক্তি মো. সৈয়দ আলী (৪৫), রিপন (৩৫), মিঠুন খান (৩৫) ও মুক্ত খান (৩২) এ সময় তাদের এই অবৈধ কার্যকলাপের প্রতিবাদ করেন। এতে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। বিবাদী শাহীন (৪২)-এর নেতৃত্বে  ৪-৫ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী দা, চাপাতি ও লোহার রড নিয়ে জাহাঙ্গীর আলমের বাড়ীর সামনে আসে। সেখানে উপস্থিত প্রতিবাদকারীদের উপর হামলা চালায়।

Ad

সোহাগ (৩৫), তোফায়েল মিয়া (৪২), হানিফ মিয়া (৩২), আশিক (৩২), স্বপন মিয়া (২৭), মো. তুষার (৩৫), রবিন (৩৫) ও আনোয়ার হোসেন (৪০) দা, চাপাতি, লোহার পাইপ ও রড দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে থাকে।

​আহতদের চিৎকারে বাদী রেখা আক্তার লিপিসহ আশেপাশের লোকজন এগিয়ে গেলে বিবাদীরা পরবর্তীতে খুন করার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
একটি ঘরের অভাবে কষ্টে আছেন রাহেলা বেগম
১৩ অক্টোবর ২০২৫ দুপুর ১২:৪৮:০৮



সংবাদ ছবি
রান পাহাড় টপকে ভারতকে হারালো অস্ট্রেলিয়া!
১৩ অক্টোবর ২০২৫ দুপুর ১২:০৪:০৮


সংবাদ ছবি
নড়াইলে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
১৩ অক্টোবর ২০২৫ সকাল ১১:৫৫:০৭




Follow Us