• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ সকাল ১১:১৩:০৪ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

ইতালির ঝগড়ায় অষ্টগ্রামে সংঘর্ষ: নিহত ১, আহত ১২

৬ এপ্রিল ২০২৪ দুপুর ১২:৪২:০৫

সংবাদ ছবি

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের অষ্টগ্রামে দুই ভাইয়ের সংঘর্ষে ঘটনাস্থলে একতার মিয়া (৫৫) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের আহত হয়েছেন আরও ১২ জন।

৫ এপ্রিল শুক্রবার বিকেলে অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের বর্তমান আনোয়ার খাঁ ও সাবেক চেয়ারম্যান মুক্তার খাঁ দুই চাচাতো ভাই। তাদের দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৮ জনকে আটক করেছে পুলিশ৷

Ad
Ad

নিহত একতার মিয়া (৫৫) উত্তর আব্দুল্লাহপুর (বাইন্না বাড়ি) গ্রামের সামেদ মিয়ার ছেলে।

Ad

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন খাঁ ও সাবেক চেয়ারম্যান মুক্তার খাঁ চাচাতো ভাই। এই দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছে।

এলাকায় তাদের গ্রুপিংয়ের জেরে ইতালিতে 'আব্দুল্লাপুর আঞ্চলিক সমিতি ভেনিস' নামে সামাজিক সংগঠনটি 'মতিউর-ফখরুল' (মুক্তার খাঁ) ও 'আফরান মাষ্টার-আমির হোসেন' (আনোয়ার খাঁ) দু'ভাগে বিভক্ত হয়ে পড়ে।

সম্প্রতি মতিউর-ফখরুল ও আফরান মাষ্টার-আমির হোসেন গ্রুপের মধ্যে ইতালিতে ঝগড়া হয়। সেই ঝগড়ার জের ধরে ৪ এপ্রিল বৃহস্পতিবার বাংলাদেশে উত্তর আব্দুল্লাপুর গ্রামে মুক্তার খাঁ ও আনোয়ার খাঁ গ্রুপের মধ্যে তাদের নিজ বাড়িতে বাগবিতণ্ডা ও সংঘর্ষের উপক্রম হলে পুলিশ ও স্থানীয়রা দুই পক্ষকে মিটিয়ে দেন৷

পরের দিন শুক্রবার বিকেলে উত্তর আব্দুল্লাপুর গ্রামে দু'পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে লিপ্ত হয়। এতে একতার মিয়া (৫৫) ঘটনাস্থলেই নিহত হন। এ সময় উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হন।

এই ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ৮ জনকে আটক করেছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

অষ্টগ্রাম থানার ওসি (তদন্ত) আলী মোহাম্মদ রাশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
নবীনগরে ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার
১৩ অক্টোবর ২০২৫ সকাল ০৯:৩৭:০২





Follow Us