নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলার একটি গ্রামের সাতশত সনাতন ধর্মাবলম্বী মানুষ বিএনপিতে যোগদান করেছেন।
২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের এই মানুষদের জেলা বিএনপির আয়োজনে দোলাপাড়া ভবেতরণী দূর্গা মন্ডপ চত্বরে সদস্য সংগ্রহ অনুষ্ঠানে তাদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল। এসময় ‘হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই’ স্লোগান দেন বিএনপিতে যোগদানকারী সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষরা।
দোলাপাড়া ভবোতরণী দূর্গা মন্ডপ সভাপতি গজেন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মশগুল ইসলাম, সদর উপজেলা যুবদলের আহবায়ক শামীম শাহ আলম তমু, কচুকাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বুলু। সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বক্তব্য রাখেন ওই গ্রামের গজেন্দ্র নাথ রায়, সিমা রানী রায়, প্রহলাদ রায়।
যোগদান অনুষ্ঠানে জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক বলেন, আমরা সবাই একে অপরের ভাই-বোন। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সুখে-দুঃখে একে অপরের পাশে থাকব। আমরা একসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো।
সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল বলেন, বিএনপি প্রত্যেক ধর্মের মানুষের দল। আসন্ন দুর্গাপূজার সময় প্রতিটি মন্দিরে বিএনপির স্বেচ্ছাসেবকরা নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করবেন এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে। পাশাপাশি কোনো ধরনের গুজবে কান না দেওয়া এবং কেউ যদি মব সৃষ্টি করার চেষ্টা করে তাহলে দ্রুত প্রশাসন ও আমাদের জানাবেন। নতুন স্বাধীন বাংলাদেশে নতুন করে কোনো অপরাধীকে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়া যাবে না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available