• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ বিকাল ০৩:৫৬:৫৯ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা: ভোটগ্রহণ ২৭ নভেম্বর

১৭ সেপ্টেম্বর ২০২৫ রাত ১০:১৪:৪৪

সংবাদ ছবি

সৃজন সাহা, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোডম্যাপ অনুযায়ী আগামী ৮ অক্টোবর নির্বাচন কমিশন গঠন করা হবে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৭ নভেম্বর।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Ad
Ad

রোডম্যাপ অনুযায়ী কমিশন গঠনের ১১তম দিনে নির্বাচন তফসিল ঘোষণা করা হবে। পাশাপাশি ছাত্র সংগঠন, সাংবাদিক সংগঠন ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময়ের মাধ্যমে নির্বাচনী নীতিমালা ও আচরণবিধি প্রণয়ন করা হবে।

Ad

এছাড়া ভোটার তালিকা প্রণয়ন, খসড়া তালিকা প্রকাশ ও সংশোধন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মনোনয়ন জমা ও যাচাই-বাছাই, আপত্তি নিষ্পত্তি, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং প্রচার কার্যক্রমের ধাপসমূহ কমিশন নির্ধারণ করবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সব কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও বিধি অনুযায়ী বাস্তবায়ন করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সংবাদ ছবি
একটি ঘরের অভাবে কষ্টে আছেন রাহেলা বেগম
১৩ অক্টোবর ২০২৫ দুপুর ১২:৪৮:০৮


Follow Us