ঢাকা কলেজ প্রতিনিধি: ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে ঢাকা কলেজে গণ ভোটের আয়োজন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
১৫ সেপ্টেম্বর সোমবার বেলা ১১টায় ঢাকা কলেজের শহীদ আবু সাঈদ চত্বরের সামনে এ ভোট গ্রহণ শুরু হয়। এতে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছেন শিক্ষার্থীরা।
নেতাকর্মীরা জানান, শিক্ষার্থীরা এ আয়োজনকে ইতিবাচকভাবে নিচ্ছে। ইতোমধ্যেই এই দাবির সাথে একত্বতা পোষণ করে ১০০ জনের বেশি শিক্ষার্থী ভোট দিয়েছে বলে জানান তারা। তাদের এই ভোট গ্রহণ আগামী ২ সপ্তাহ চলবে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা কলেজ শাখার সভাপতি নাহিয়ান রেহমান রাহাত বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী মানুষের প্রত্যাশা গণতান্ত্রিক রাষ্ট্র। সে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি অংশ হলো ছাত্রসংসদ নির্বাচন। গত ১৭ বছর ছাত্রলীগ চাঁদাবাজি ও টেন্ডারবাজীর মাধ্যমে ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসী কার্যক্রমের অভয়ারণ্যে পরিণত করেছিল। সাধারণ শিক্ষার্থীদের এই পরিবেশ থেকে মুক্তির আকাঙ্ক্ষা ছিল। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের একমাত্র উপায় ছাত্রসংসদ নির্বাচন।
তিনি আরও বলেন, শাসকগোষ্ঠী ছাত্র সংসদ নির্বাচনের পথে হাটে না। তাদের কাছে ছাত্র সংসদ একটি আতঙ্কের নাম। কারণ তাদের যে দখলদারিতে রাজনীতি ছাত্র সংসদের মাধ্যমে সে রাজনীতির বিলুপ্তি ঘটে। এ কারণেই বড় বড় দলগুলো নির্বাচন চায়না।
ছাত্রসংসদ নির্বাচন নিয়ে মন্ত্রণালয় এবং কলেজ প্রশাসনের দায়িত্বের বিষয়ে তিনি আরও বলেন, ৩২ বছর ধরে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধির মতামত ছাড়া ক্যাম্পাস পরিচালিত হচ্ছে। এটাকে আমরা মনে করি অগণতান্ত্রিকভাবে ঢাকা কলেজ চলছে। সন্ত্রাস এবং দখলদারিত্বের হাতিয়ারই হতে পারে ছাত্র সংসদ নির্বাচন। ঢাকা কলেজসহ দেশের সকল প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন সম্ভব। মন্ত্রণালয় চাইলেই সবগুলো ক্যাম্পাসে একসাথে নির্বাচন দিতে পারে। এখানে শুধু সদিচ্ছাটা দরকার। আমাদের এই দাবির সাথে কলেজ প্রশাসনের শুধু মুখে একাত্মতা দেখা যাচ্ছে। কিন্তু তাদের কার্যক্রমের সাথে সেই একত্বতার মিল পাওয়া যাচ্ছে না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available