• ঢাকা
  • |
  • শনিবার ৬ই পৌষ ১৪৩২ রাত ০৮:১৬:৪৫ (20-Dec-2025)
  • - ৩৩° সে:

বিনা ছুটিতে পালিয়ে বেড়াচ্ছেন মহানবীর বিরুদ্ধে কটুক্তিকারী ইবি’র সেই কর্মকর্তা

২৮ এপ্রিল ২০২৫ সকাল ০৮:৪২:৩৭

সংবাদ ছবি

ইবি প্রতিনিধি: মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিকারী ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তা মোজাম্মেল হককে বরখাস্তের দাবি জানিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা। এদিকে বিনা ছুটিতে পালিয়ে বেড়াচ্ছেন মোজাম্মেল হক।  

Ad

২৭ এপ্রিল রোববার বিভাগ সূত্রে জানা যায়, কটুক্তি করার পর থেকেই বিনা ছুটিতে কর্মস্থলে অনুপস্থিত তিনি। বিভাগের সাথেও কোনো যোগাযোগ রাখেননি। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার বরখাস্তের দাবিতে মানববন্ধন করেছেন। যার পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এছাড়াও ঝিনাইদহ ইমাম পরিষদ তার বিচারের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে।

Ad
Ad

আল হাদীস বিভাগের শিক্ষার্থী শাহজাদা ইয়ামিন বলেন, রাসুল (সা.) পৃথিবীর সবচেয়ে পূত চরিত্রের ব্যক্তি। তিনি আমাদের সকলের মাথার তাজ। তাকে সম্মান করা ও ভালোবাসা ইমানের অঙ্গ। পৃথিবীর যে প্রান্তেই তার প্রতি কটুক্তিমূলক কথা বলা হবে, সেটার প্রতিবাদ জানানো ইমানের দাবি। সে জায়গা থেকে আল-হাদীস বিভাগের সচেতন শিক্ষার্থীরা তাৎক্ষণিক প্রতিবাদ জানায় এবং তার শাস্তি দাবি করে বিভাগের সভাপতি বরাবর প্রতিবাদলিপি প্রদান করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আমরা তার দৃষ্টান্তমুলক বিচার ও শাস্তির দাবি জানাই।

তিনি আরও বলেন, কোন ধরনের তদন্ত কমিটি গঠন বা কোন নাটক মঞ্চস্থের মধ্যে দিয়ে বিচারকে বিলম্বিত করা যাবে না। তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. আকতার হোসেন বলেন, আমরা মিটিং করে তার বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া যায় সর্বশেষ মতামত প্রশাসনে জানাবো। বিভাগের তদন্ত কমিটি এক সপ্তাহের মধ্যে সমাধান দেওয়ার কথা ছিল কিন্তু এটা জাতীয় ইস্যুতে পরিণত হওয়ায় আমরা চাই  প্রশাসনিকভাবে কোন একটা সিদ্ধান্ত হোক।

উল্লেখ্য, মোজাম্মেল হক ঝিনাইদের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের ভুলিয়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে নবি-রাসুলদের নিয়ে কটূক্তি করে আসছিলেন বলে অভিযোগ গ্রামবাসীর। পরে তারা তাকে গণধোলাই দিয়ে পুলিশের নিকট সোপর্দ করেন তারা। পুলিশ মৌখিক মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
রৌমারীতে অটোরিকশার নিচে পড়ে শিশুর মৃত্যু
২০ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:০৪:৫৩

সংবাদ ছবি
জরুরি সভা ডেকেছে ছাত্রদল
২০ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:৩৭




সংবাদ ছবি
গোপালগঞ্জে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ
২০ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৪:৩৩


সংবাদ ছবি
চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
২০ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৫:০৪

সংবাদ ছবি
বিটিভির মহাপরিচালকের বাড়িতে আগুন
২০ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৪:২৯


Follow Us