• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ বিকাল ০৩:৩৪:২১ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

আজ ক্যাম্পাসে ঢুকবে কুয়েট শিক্ষার্থীরা: পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা কর্তৃপক্ষের

১৩ এপ্রিল ২০২৫ সকাল ০৯:৩২:৩৯

সংবাদ ছবি

খুলনা ব্যুরো: প্রায় ২ মাস পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

নগরীর মহেশ্বরপাশা উত্তর বণিকপাড়া এলাকার মো. হোচেন আলী নামে এক ভুক্তভোগী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আমলি আদালতে এ মামলাটি করেন। আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে খানজাহান আলী থানাকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছে।

Ad
Ad

১০ এপ্রিল বৃহস্পতিবার মামলা হলেও বিষয়টি শনিবার দুপুরে প্রকাশ পায়। মামলায় কুয়েটের ২২ শিক্ষার্থীর নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয়ের আরও ১৫/২০ জনকে আসামি করা হয়েছে।

Ad

এদিকে আগের ঘোষণা অনুযায়ী, কর্তৃপক্ষের নিষেধ উপেক্ষা করে আজ ১৩ এপ্রিল রোববার দুপুরে ২টায় বন্ধ থাকা কুয়েটের ক্যাম্পাসে ঢুকে হলে ওঠার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা। অন্যদিকে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ঢোকা ঠেকাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একাধিক সভা, প্রশাসনের বিভিন্ন দপ্তরে চিঠি, বিজ্ঞপ্তি জারি ও অভিভাবকদের মোবাইলে এসএমএস দিয়ে শিক্ষার্থীদের কুয়েটে না পাঠানোর অনুরোধ জানিয়েছে। এ নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে।  

কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ বলেন, শিক্ষার্থীরা যাতে বন্ধ থাকা ক্যাম্পাসে না ফেরে সেজন্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের বিভিন্নভাবে বোঝানো হয়েছে। বিষয়টি বিভাগীয় কমিশনার ও পুলিশ কমিশনারকেও অবহিত করা হয়েছে।

উল্লেখ্য, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে বিরোধের জের ধরে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে শতাধিক আহত হন। এ ঘটনার পর ২৫ ফেব্রুয়ারি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম ও আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সংবাদ ছবি
একটি ঘরের অভাবে কষ্টে আছেন রাহেলা বেগম
১৩ অক্টোবর ২০২৫ দুপুর ১২:৪৮:০৮


Follow Us