• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ বিকাল ০৩:৪৪:১২ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

বেরোবিতে বঙ্গবন্ধু হলে ছাত্রলীগের কক্ষে মিললো অস্ত্র মদ

১৬ আগস্ট ২০২৪ সকাল ১১:১০:২৫

সংবাদ ছবি

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ছাত্রলীগের দখলকৃত কক্ষগুলোতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মদের বোতল পাওয়া গেছে।

১৪ আগস্ট বুধবার ছাত্রলীগের কক্ষগুলোতে অস্ত্র আছে সন্দেহে অনিরাপদ বোধ করে তল্লাশি চালানোর দাবি তোলেন শিক্ষার্থীরা। পরে রাত সাড়ে ১০টায় হল প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আনসার সদস্যরা ছাত্রলীগের দখল করা কক্ষগুলো তল্লাশি করেন। এ সময় কক্ষগুলো থেকে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র ও মদের বোতল পাওয়া যায়।

Ad
Ad

সরেজমিনে দেখা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগের কক্ষগুলো থেকে একে একে বের হয়ে আসতে থাকে রামদা, চাপাতি, চাকু, কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র। এ ছাড়া বিপুল পরিমাণ রড, পাইপ, বিদেশি মদের বোতল পাওয়া গেছে। অভিযান শেষে উদ্ধার অস্ত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনের জিম্মায় রাখা হয়। পরে সেগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Ad

এ বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, আমরা হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবগত করি। অভিযান শেষে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মদের বোতল উদ্ধার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সহকারী প্রভোস্ট ড. হারুন আল রশীদ বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে হল নিরাপদ রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রশাসন, আনসার ও শিক্ষার্থীদের প্রতিনিধি নিয়ে সন্দেহমূলক কক্ষগুলোতে অভিযান চালানো হয়। কক্ষগুলো থেকে দেশীয় অস্ত্র ও মদের বোতল জব্দ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সংবাদ ছবি
একটি ঘরের অভাবে কষ্টে আছেন রাহেলা বেগম
১৩ অক্টোবর ২০২৫ দুপুর ১২:৪৮:০৮


Follow Us