• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ বিকাল ০৩:৩৬:০০ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

পবিপ্রবিতে খামার তত্ত্বাবধায়ক নিয়োগ পরীক্ষার আগেই ফলাফল ভাইরাল

১৯ অক্টোবর ২০২৩ সকাল ১১:০২:৫৫

সংবাদ ছবি

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপ-সহকারী খামার তত্ত্বাবধায়ক পদে অতিরিক্ত যোগ্যতা থাকা প্রার্থীদের ভাইভা কার্ড দেওয়া হয়নি। পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ভাইবা বোর্ডে যাতে কোনো বিতর্কের তৈরি না হয় সে কারণেই এমনটা করা হয়ে থাকতে পারে বলে অভিযোগ পাওয়া গেছে। এশিয়ান টিভির অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়টির এগ্রোনমী বিভাগে উপসহকারী খামার তত্ত্বাবধায়ক পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে কৃষি ডিপ্লোমা ডিগ্রি চাওয়া হয়েছে। তবে এ পদে কৃষি বিষয়ে স্নাতক পাস অনেকে আবেদন করলেও তাদের ভাইবা কার্ড দেয়া হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনও বিষয়টি স্বীকারও করেছেন।

Ad
Ad

এ বিষয়ে জানতে চাইলে পবিপ্রবি'র রেজিস্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু বলেন, সার্কুলারে যেভাবে চাওয়া হয়েছে সে অনুযায়ী ভাইভা কার্ড দেয়া হয়েছে। তবে কোন যুক্তিতে অতিরিক্ত যোগ্যতাধারীদের বাদ দেওয়া হলো এমন প্রশ্নের জবাবে রেজিস্ট্রার বলেন, এটি বাছাই কমিটি বলতে পারবেন।

Ad

যোগাযোগ করা হলে বাছাই কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী বলেন, মৌখিকভাবে খোঁজ নিয়ে জানা গেছে, কোথাও এভাবে দেয়নি। তাই আমারাও দেইনি।

একই বিষয়ে অতিরিক্ত অথবা উচ্চতর ডিগ্রি থাকা কোনো প্রার্থীর অপরাধ কিনা এমন প্রশ্নের সদুত্তর দেননি তিনি।

এদিকে উপসহকারী খামার তত্ত্বাবধায়ক পদে ১৭ অক্টোবর মঙ্গলবার নিয়োগ পরীক্ষা শুরু হওয়ার আগেই ফলাফল ফেসবুকে ভাইরাল হয়ে যায়। ওই পদে রিপন নামে এক ব্যক্তি নিয়োগ পেতে যাচ্ছেন বলে বেশ কয়েকটি ফেসবুক আইডি থেকে তথ্য প্রকাশ করা হয়।

এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে তোলপাড় শুরু হয়। একই সাথে নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেন সংশ্লিষ্ট সচেতন মহল।

এসব বিষয় জানতে চাইলে নিয়োগ বোর্ডের সভাপতি ও বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, এগুলা ভুয়া খবর। এ সমস্ত জিনিস নিয়া নাচার কিছু নেই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সংবাদ ছবি
একটি ঘরের অভাবে কষ্টে আছেন রাহেলা বেগম
১৩ অক্টোবর ২০২৫ দুপুর ১২:৪৮:০৮


Follow Us