• ঢাকা
  • |
  • শনিবার ৬ই পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৬:৪৯ (20-Dec-2025)
  • - ৩৩° সে:

কালুরঘাট সেতুতে ট্রেন-অটোরিকশা-বাইক সংঘর্ষে নিহত ৩

৬ জুন ২০২৫ সকাল ১০:২৫:০০

সংবাদ ছবি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের কালুরঘাট সেতুর ওপর পর্যটক এক্সপ্রেস ট্রেনের সাথে একটি সিএনজি অটোরিকশা ও কয়েকটি মোটরসাইকেলের সংঘর্ষে ১ শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন।

Ad

সিগন্যাল না মেনে সিএনজি অটোরিকশাটি ৫ জুন বৃহস্পতিবার রাত ১১টার দিকে সেতুর বোয়ালখালী অংশে উঠে গেলে ওই দুর্ঘটনা ঘটে। সে সময় কয়েকটি মোটরসাইকেল গুঁড়িয়ে যায়।

Ad
Ad

দুর্ঘটনার সময় সেতুর ওপর একটি গাড়ি নষ্ট হয়ে যানজটের সৃষ্টি হয়। ঠিক তখনই কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি সেতুর দিকে এগিয়ে আসে।

নিয়ম অনুযায়ী, লাইনম্যানের সংকেত নিয়ে ট্রেন সেতুতে ওঠার কথা থাকলেও চালক তা মানেননি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পর্যটক এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। ট্রেনটি বোয়ালখালী অংশ থেকে শহরের দিকে কালুরঘাট সেতু পার হয়ে আসার সময় সিগন্যাল দেওয়া হয়েছিল। কিন্তু সিগন্যাল না মেনেই বিপরীত দিক থেকে সেতুর ওপরে উঠে যায় অটোরিকশা মোটর সাইকেলসহ কয়েকটি ছোট যানবাহন। দ্রুতগতিতে আসা ওই ট্রেনের সঙ্গে তখন যানবাহনগুলোর সংঘর্ষ হয়।

উদ্ধারকাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের কর্মীরা জানান, চারটি সিএনজিচালিত অটোরিকশা, একটি প্রাইভেট কার, একটি কাভার্ড ভ্যান এবং কয়েকটি মোটরসাইকেল ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যায়। এখনো ট্রেনের ইঞ্জিনের নীচে কয়েকটি ছোট যানবাহন আটকে রয়েছে।

কালুরঘাট ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার আমিনুল ইসলাম জানান, রাত পৌনে ১১টার দিকে তারা দুর্ঘটনার সংবাদ পেয়েছেন। তাদের স্টেশন থেকে অ্যাম্বুলেন্সসহ দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। হতাহতদের উদ্ধার কাজ চলমান রয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের পরিমাণ জানা যায়নি।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার জানিয়েছেন, কালুরঘাট থেকে উদ্ধার করে আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের ক্যাজুয়ালিটি ইউনিটে ভর্তি করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
গোপালগঞ্জে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ
২০ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৪:৩৩


সংবাদ ছবি
চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
২০ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৫:০৪

সংবাদ ছবি
বিটিভির মহাপরিচালকের বাড়িতে আগুন
২০ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৪:২৯

সংবাদ ছবি
সিআইপি নির্বাচিত হওয়ায় সেনবাগে সংবর্ধনা
২০ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৩:৩৯


সংবাদ ছবি
মণিরামপুরে কৃষক পরিবারকে জিম্মি করে ডাকাতি
২০ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:৫২:১২





Follow Us