• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ সকাল ০৮:৩২:৫০ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

কালীগঞ্জে ট্রাক সিএনজি সংঘর্ষে একজন নিহত, আহত ৫

২ আগস্ট ২০২৪ সকাল ০৮:০৯:৩১

সংবাদ ছবি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে সিএনজি ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে শাকিল আহম্মেদ ওরফে আবেদ নামে একজন নিহত ও চালকসহ ৫ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে ১ আগস্ট বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলার জঙ্গালীয়া ইউনিয়নের দুবুরিয়ার বিশ্বরোড সংলগ্ন স্বপ্নপুরী রিসোর্টের সামনে।

Ad
Ad

নিহত শাকিল আহম্মেদ তারাগঞ্জ এলাকার একডালা গ্রামের আবির হোসেনের ছেলে। তিনি মতিঝিলে আলিকো ইন্সুইরেন্স কোম্পানির অফিস সহকারী পদে চাকরি করতেন।

Ad

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, শাকিল ঢাকা থেকে ট্রেনযোগে গাজীপুর আসেন। পরে গাজীপুর থেকে নোয়াপাড়া হয়ে চান্দেরবগে যাওয়ার পথে দুবুরিয়া এলাকার স্বপ্নপুরী রিসোর্টের সামনে দুর্ঘটনার শিকার হন। এ সময় ট্রাক চালক ২০টি মহিষসহ ট্রাক ফেলে পালিয়ে যায়।

সংবাদ পেয়ে কালীগঞ্জ থানার এসআই জামিনুর রহমান ঘটনাস্থলে যান। পরে মৃতদেহসহ সিএনজি ও মহিষসহ ঘাতক ট্রাকটি থানায় নিয়ে যান। সংবাদ পেয়ে স্বজনরা থানায় উপস্থিত হন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহতাবউদ্দিন জানান, চালক ট্রাক ফেলে পালিয়ে গেছে। এ বিষয়ে কাউকে আটক করা যায়নি। স্বজনদের সাথে আলাপ করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
সত্যিই কি ভেঙে ফেলা হচ্ছে আইফেল টাওয়ার
১২ অক্টোবর ২০২৫ রাত ০৮:১৮:৪৮





Follow Us