• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ দুপুর ০১:২৭:২৮ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ৪৫

১১ মে ২০২৪ সন্ধ্যা ০৬:০৯:১৫

সংবাদ ছবি

সিলেট প্রতিনিধি: সিলেটের তামাবিল মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খাম্বায় ধাক্কা লেগে খাদে পড়ে অন্তত ৪৫ যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। তাদেরকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

১১ মে শনিবার সকাল ৯টার দিকে জৈন্তাপুর উপজেলার পাখিটিকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত বাসটি জৈন্তাপুর বাজার থেকে সিলেটের উদ্দেশ্য যাচ্ছিল।

Ad
Ad

গুরুতর আহতরা হলেন জৈন্তাপুর উপজেলার নিজপাট কমলাবাড়ী এলাকার ছায়েদ আলির ছেলে আবদুল মুতালিব (৬০) ও একই গ্রামের ইসা মিয়ার ছেলে আরাফাত হোসাইন (১৪)।

Ad

তামাবিল হাইওয়ে পুলিশ ও  প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে যাত্রীবাহী বাসটি ( সিলেট-জ-১১-০৩৭৯) জৈন্তাপুর উপজেলার পাখিটিকি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খাম্বার সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা অন্তত ৪৫ জন যাত্রীর সবাই আহত হয়।

এ বাসের যাত্রীরা জানান, বাস ছাড়ার পর থেকে চালক সামনের দিকে দৃষ্টি না রেখে অন্যের সঙ্গে কথা বলেন। বাম পাশে ঘন ঘন দৃষ্টি রেখে গাড়িটি চালাচ্ছিলেন। অন্যদিকে তাকিয়ে গাড়ি চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর পর স্থানীয়রা এগিয়ে এসে যাত্রীদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জৈন্তাপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম।

এ ব্যাপারে তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইউনুস আলি বলেন, বাসচালকের ঘুমাচ্ছন্ন ভাবের কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে যায়। দুইজনকে এমএজি ওসমানি মেডিকেল পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
একটি ঘরের অভাবে কষ্টে আছেন রাহেলা বেগম
১৩ অক্টোবর ২০২৫ দুপুর ১২:৪৮:০৮



সংবাদ ছবি
রান পাহাড় টপকে ভারতকে হারালো অস্ট্রেলিয়া!
১৩ অক্টোবর ২০২৫ দুপুর ১২:০৪:০৮


সংবাদ ছবি
নড়াইলে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
১৩ অক্টোবর ২০২৫ সকাল ১১:৫৫:০৭




Follow Us