• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ সকাল ১০:৪৫:৫০ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৭

১ অক্টোবর ২০২৩ দুপুর ১২:৪৬:৪৯

সংবাদ ছবি

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে ছয় সন্তানের জননী লাইলী বেগমকে (৫০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ২৯ সেপ্টেম্বর শুক্রবার উপজেলার মাইলাগী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত লাইলী বেগম উপজেলার মাইলাগী গ্রামের মৃত সাইজুদ্দীনের স্ত্রী।

Ad
Ad

৩০ সেপ্টেম্বর শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান ঘিওর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান।

Ad

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দুপুরে ঘিওরের মাইলাগী এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত হয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় ঘিওর থানায় ১১ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের ছেলে সাইফুল ইসলাম। এরপর ঘিওরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হামলার মূলহোতাসহ ৭ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো, উপজেলার হানিফ (৪৫), মনোয়ার (৩২), লাইলী বেগম (৩৫), চম্পা (৫৫), হারান মল্লিক (৫৫), সুফিয়া (৫০), মাইনুদ্দিন মানু (৩৮)। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, নিহত লাইলী বেগমের পরিবারের সঙ্গে একই গ্রামের হানিফ ও তার পরিবারের সাথে দীর্ঘদিন ধরে জমিরভাগ বাটোয়ারা নিয়ে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে ২৯ সেপ্টেম্বর শুক্রবার বেলা ২টার দিকে অনিল জোরপূর্বক জমির সীমানা ঘেষে ঘর তুলতে যায়। সাইফুল ও তার ফুফাতো ভাই শহিদ তাদেরকে ঘর তুলতে নিষেধ করে। এক পর্যায়ে তাদের গাছের ডাল দিয়ে অর্তকিত মারধর শুরু করে। ঘটনাস্থলে লাইলী বেগম এগিয়ে আসলে তারা ক্ষীপ্ত হয়ে লাইলী বেগমকে এলোপাতাড়ি গাছের ডাল দিয়ে মারধর শুরু করলে মুর্হুতের মধ্যে সে মাটিতে লুটিয়ে পরে। গুরুতর আহত অবস্থায় লাইলী বেগমকে স্বজনরা উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
নবীনগরে ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার
১৩ অক্টোবর ২০২৫ সকাল ০৯:৩৭:০২






Follow Us