• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ দুপুর ০১:৪৯:৪০ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

কাজিপুরে অতিরিক্ত বালু বোঝাই ডাম্পার চলাচলে ঝুঁকিতে ব্রিজ

৩০ সেপ্টেম্বর ২০২৩ সকাল ০৮:৫৪:৩১

সংবাদ ছবি

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইছামতি নদীর উপর নির্মিত ব্রিজটির বেহাল অবস্থা হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীসহ গাড়ির চালকদের। আইন অমান্য করে ওভার লোডেড বালুবাহী ট্রাক ও ১০ চাকার ডাম্পার চলাচলের কারণে ঢালাই উঠে ব্রিজের মাঝখানে গর্তের সৃষ্টি হয়েছে।

প্রতিনিয়ত পার্শ্ববর্তী বগুড়া জেলার শেরপুরসহ বিভিন্ন উপজেলার মানুষজন প্রয়োজনীয় কাজের জন্য কাজিপুর উপজেলায় আসে। পাশাপাশি কৃষকদের কৃষিপণ্য পরিবহন, পশু ব্যবসায়ীদের গরু-ছাগল হাটে নিয়ে যেতেও এই ব্রিজটি দিয়ে যাতায়াত করতে হয়।

Ad
Ad

আব্দুল মোমিন ও আব্দুস সামাদ নামে স্থানীয় দুই বাসিন্দা জানান, প্রতিদিন এই ব্রিজের উপর দিয়ে ব্যাটারি চালিত অটোভ্যান, রিক্সা, ভটভটিসহ অসংখ্য যানবাহন চলাচল করে। এছাড়াও অতিরিক্ত বোঝাই করে ট্রাক ও ১০ চাকার ডাম্পার চলাচল কারণে একমাস আগে ব্রিজের উপরের ঢালাই উঠে যায়। তারপর থেকেই ভাড়ী যানবাহন চলাচলের সময় ব্রিজটি নড়াচড়া করে। মনে হয়, যেকোন সময়ে ব্রিজ ধ্বসে পড়বে।

Ad

মোখলেসুর নামের এক ভ্যানচালক এশিয়ান টিভিকে জানান, ভ্যান নিয়ে ব্রিজের উপর উঠলে অন্যদিক থেকে বড় কোন যানবাহন এসে পড়লে তড়িঘড়ি করে গাড়ি যাওয়ার জায়গা করে দিতে হয়। ব্রিজের মাঝ বরাবর গর্তের কারণে গাড়ি চালানোর সময় প্রচুর সমস্যা হয়।

সোনামুখী ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান আলী খান জানান, নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রতিদিন এই ব্রিজের উপর দিয়ে ৬০-৭০টি ওভার লোড করে বালুবাহী ডাম্পার চলাচল করে। যার কারণে ব্রিজটির এরকম বেহাল অবস্থা। ইতোমধ্যে স্থানীয় সংসদ সদস্য তানভীর শাকিল জয়কে বিষয়টি সম্পর্কে অবগত করা হয়েছে।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার এশিয়ান টিভিকে জানান, সড়ক ও জনপদ অধিদপ্তরের কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। দ্রুতই ব্রিজ সংস্কারের কাজ শুরু হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
একটি ঘরের অভাবে কষ্টে আছেন রাহেলা বেগম
১৩ অক্টোবর ২০২৫ দুপুর ১২:৪৮:০৮



সংবাদ ছবি
রান পাহাড় টপকে ভারতকে হারালো অস্ট্রেলিয়া!
১৩ অক্টোবর ২০২৫ দুপুর ১২:০৪:০৮


সংবাদ ছবি
নড়াইলে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
১৩ অক্টোবর ২০২৫ সকাল ১১:৫৫:০৭




Follow Us