• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ বিকাল ০৩:২১:০৪ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

মতলব উত্তরে লোডশেডিংয়ে অতিষ্ঠ মানুষ

৮ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১০:১১:১৭

সংবাদ ছবি

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: এক মাস ধরে চাঁদপুরের মতলব উত্তরে চলছে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং। ফলে উপজেলার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। বারবার লোডশেডিং হওয়ায় ব্যবসা-বাণিজ্যসহ সব ক্ষেত্রেই স্থবরিতা বিরাজ করছে। দুর্ভোগ বেড়েছে শ্রমিকজীবীসহ খেটে খাওয়া মানুষজনের।

জানা গেছে, মতলব উত্তর উপজেলার বিদ্যুতের চাহিদা ২৪ মেগাওয়াট। এর বিপরীতে পাওয়া যাচ্ছে ৮ থেকে ৯ মেগাওয়াট। ফলে ঘন ঘন লোডশেডিংয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ না থাকার কারণে ভোগান্তিতে পড়েছেন লাখো গ্রাহক। প্রচন্ড গরমে সবচেয়ে বেশি কষ্টে আছে শিশু ও বয়স্করা।

Ad
Ad

এ বিষয়ে ছেংগারচর বাজার বণিক সমিতির সভাপতি মো. গিয়াস উদ্দিন বলেন, আধাঘণ্টা পর পর বিদ্যুৎ যাওয়া-আসা করায় ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেতার সংখ্যা অনেক কমে গেছে। বিদ্যুতের এমন লোডশেডিং চরম বেকায়দায় ফেলে দিয়েছে ক্রেতা-বিক্রেতাদের। উপজেলা স্বাস্থ্য কমপেক্সের অবস্থা আরও ভয়াবহ। বিদ্যুৎ ঘন ঘন যাওয়া-আসা করায় রোগী এবং তাদের স্বজনরা চরম অস্বস্তিতে রয়েছেন।

Ad

এ ব্যাপারে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মতলব উত্তর জোনাল অফিসের ডিজিএম মো. সামছু উদ্দিন বলেন, তাপদাহের কারণে বিদ্যুতের চাহিদা বেশি। কিন্তু চাহিদার তুলনায় বরাদ্দ কম পাওয়ায় লোডশেডিং হচ্ছে। অবস্থা উত্তরণের চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সংবাদ ছবি
একটি ঘরের অভাবে কষ্টে আছেন রাহেলা বেগম
১৩ অক্টোবর ২০২৫ দুপুর ১২:৪৮:০৮



Follow Us