• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে আশ্বিন ১৪৩২ রাত ০১:২৪:১৭ (14-Oct-2025)
  • - ৩৩° সে:

শ্যামনগরে গলায় চাকু ধরে দিন দুপুরে ডাকাতি

১৯ আগস্ট ২০২৩ রাত ০৯:২০:০৮

সংবাদ ছবি

শ্যামনগর( সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে দিন দুপুরে ঘরের ভেতর ঢুকে গলায় চাকু ধরে ডাকাতির ঘটনা ঘটেছে। ১৯ আগস্ট শনিবার বেলা ১১ টার সময় শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের সাবেক সোনালী ব্যাংক শাখার অবসরপ্রাপ্ত কর্মকর্তা মরহুম আব্দুল আজিজের ভাড়াটিয়া মো. ফয়জুল্যাহর ঘরে এ ঘটনা ঘটে।

ফয়জুল্যাহ স্ত্রী সুমাইয়া খাতুন বলেন, আমি ঘরের ভেতর বিশ্রাম নিচ্ছিলাম। এমন সময় বোরকা পরিহিত একজন ঘরের ভেতরে ঢুকে আমার গলায় চাকু ধরে। চিৎকার চেচামেচি করতে নিষেধ করে আমার হাত, পা ও মুখ কাপড় দিয়ে বেঁধে ফেলে। এসময় সে ঘরে রক্ষিত টাকা-পয়সা, স্বর্ণালংকার যা কিছু আছে তা বের করে দিতে বলে। না হলে গলা কেটে ফেলার হুমকি দেয়। আমি ভয়ে চাবি দিয়ে দিলে টিনের বাক্সে রক্ষিত নগদ ৪০ হাজার টাকা, ব্যাংকের জমা বইয়ের মধ্যে রাখা ৬ হাজার টাকাসহ মোট ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের সোনা ও রুপার অংলকার নিয়ে যায়। যাওয়ার আগে আমার মুখে চেতনা নাশক স্প্রে করে ঘড়ের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।

Ad
Ad

তিনি আরও বলেন, বোরকা পরিহিত থাকায় আমি ডাকাতকে চিনতে পারিনি।

Ad

সুমাইয়া খাতুনের স্বামী বলেন, এ ঘটনায় আমি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। আমার স্ত্রীকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসা হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন- আমরা এসংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। ঘটনস্থল পরিদর্শন করে দ্রুত ব্যবস্তা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা বাড়ল
১৩ অক্টোবর ২০২৫ রাত ০৮:৩৯:২৯










Follow Us