• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ সন্ধ্যা ০৬:০৮:০৪ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

নৌকা ডুবে এক শ্রমিক নিখোঁজ

৯ জুলাই ২০২৩ দুপুর ১২:৩৯:৩০

সংবাদ ছবি

সিলেট প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ ধলাই নদীতে পাথরবোঝাই নৌকা ডুবে অফিক মিয়া (৪৩) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।

৭ জুলাই শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে ভোলাগঞ্জ সাদাপাথর জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ অফিক কালীবাড়ি গ্রামের মৃত হাজী মুহিবুর রহমানের ছেলে।

Ad
Ad

এ ঘটনায় ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ও পুলিশের একটি দল খোঁজাখুজির পরেও তার কোনো সন্ধান পায়নি। তবে অভিযান এখনও অব্যাহত আছে।

Ad

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ৯ টার দিকে নৌকা ডুবিতে একজন শ্রমিক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। পরে স্থানীয়দের সহযোগিতায় ধলাই নদীতে অনেক খোঁজাখুজির পরেও ঐ শ্রমিকের কোনো সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এখনও উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us