• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই পৌষ ১৪৩২ বিকাল ০৩:৩৮:২৭ (19-Dec-2025)
  • - ৩৩° সে:

১৭ বছর পর মানুষ সুষ্ঠু নির্বাচন দেখতে যাচ্ছে: হুমাম কাদের

১৩ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:১৪:৫২

সংবাদ ছবি

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাঙ্গুনিয়া আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হুমাম কাদের চৌধুরী।

Ad

১২ ডিসেম্বর শুক্রবার দুপুরে রাঙ্গুনিয়ার সুলতান উদ্দিন বাচা বাবা (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি প্রচারের সূচনা করেন। এর আগে মাজারসংলগ্ন মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চান।

Ad
Ad

নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমাম কাদের চৌধুরী বলেন, ‘১৭ বছর আন্দোলনের পর দেশের মানুষ সুষ্ঠু নির্বাচন দেখতে যাচ্ছে। তফসিল ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘ আন্দোলনের সফলতা মিলেছে। নির্বাচনের সব বিধিনিষেধ আমরা সম্মানের সঙ্গে পালন করব।’

তিনি দলীয় নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালানোর আহ্বান জানিয়ে বলেন, ‘শোডাউন নয়, ভদ্র আচরণই হবে বিএনপির প্রচারের পরিচয়। মানুষ যাতে কষ্ট না পায়, সে দিকে খেয়াল রাখবেন।’

মাজার থেকে প্রচার শুরুর বিষয়ে বলেন, ‘আমার দাদা ফজলুল কাদের চৌধুরী ও বাবা এভাবে প্রচারণা শুরু করতেন। এটি আমাদের পারিবারিক রেওয়াজ।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
সদরপুরে অজ্ঞাত যুবতীর উলঙ্গ মরদেহ উদ্ধার
১৯ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:৪৮:৩৪






Follow Us