কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি : নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য তিনদিন মেয়াদি প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
১৪ অক্টোবর মঙ্গলবার সকালে গাজীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে থাকবে পুলিশ জনপদে, ভোট দিবেন নিরাপদে, প্রতিপাদ্যকে সামনে রেখে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক। বিশেষ অতিথি ছিলেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) জনাব এস. এম. সিরাজুল হুদা, পিপিএম (বার)।
কোর্সে গাজীপুর জেলার বিভিন্ন থানা ও ইউনিট থেকে আগত ৫০ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে নির্বাচনি দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, জনগণের আস্থা অর্জন, আইন প্রয়োগে মানবিকতা ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব আমিনুল ইসলাম, বিপিএম, জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available