• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৯শে আশ্বিন ১৪৩২ রাত ১০:২২:০৭ (14-Oct-2025)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে পানিতে ডুবে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

১৪ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৩০:৫৪

সংবাদ ছবি

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় কাপ্তাই হ্রদের পানিতে ডুবে লতা মারমা (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

১৪ অক্টোবর মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা গেছে, আনুমানিক সকাল ৯টার দিকে ওই নারী কেঙড়াছড়ি গ্রাম থেকে নৌকাযোগে বিলাইছড়ি বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে কেরণছড়ি এলাকায় পৌঁছালে পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হন তিনি।

Ad

নিখোঁজ হওয়ার পর স্থানীয়রা মাছ ধরার জাল ব্যবহার করে হ্রদে তল্লাশি শুরু করেন। বেলা সাড়ে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত লতা মারমা কেঙড়াছড়ি গ্রামের মিলন কান্তি চাকমার স্ত্রী। জানা যায়, তিনি দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জননী ছিলেন এবং ঘটনার সময় অন্তঃসত্ত্বা ছিলেন।

বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই নারীকে উদ্ধার করে বিলাইছড়ি হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহটি থানা হেফাজতে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা আসার পর আইনি পদক্ষেপ শেষে তাদের কাছে হস্তান্তর করা হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সংবাদ ছবি
রাজধানীতে ৫ দিনের ফার্নিচার মেলা শুরু
১৪ অক্টোবর ২০২৫ রাত ০৮:২৬:০৪




Follow Us