• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ সকাল ০৮:৩২:৩০ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

বিএনপি সমালোচনার রাজনীতি বিশ্বাস করে না: শরীফ উদ্দিন জুয়েল

২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:১৪:৩৩

সংবাদ ছবি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক ও কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, বিএনপি কখনোই সমালোচনার রাজনীতি বিশ্বাস করে না। আমরা মানুষের ভালোবাসা নিয়ে, জনকল্যাণমূলক কাজের মাধ্যমে আস্থা অর্জন করতে চাই।

২১ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় কুষ্টিয়ার দৌলতপুর গার্লস কলেজ মাঠে ‘৩১ দফা শীর্ষক আলোচনা ও আগামী দিনে নারীর ক্ষমতায়নে বিএনপির ভাবনা’ শীর্ষক নারী সমাবেশে প্রধান বক্তা হিসেবে শরীফ উদ্দিন জুয়েল এ কথা বলেন।

Ad
Ad

তিনি আরও বলেন, আমি কারো নামে সমালোচনা করি না। আমি কাজের মাধ্যমে প্রমাণ করি কিভাবে মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করা যায়। রাজনীতিতে গঠনমূলক ভূমিকা রাখতে হলে রাজপথে থাকতে হবে, মানুষের দ্বারে দ্বারে যেতে হবে এবং জনকল্যাণে নিজেকে নিয়োজিত করতে হবে। বয়স হয়ে গেছে, এখন ছেলে-মানুষি নয়, বরং জনগণের কল্যাণে কাজ করার সময়।

Ad

সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সমাজে বৈষম্য থাকবে না। নারী-পুরুষের মধ্যে সমতা নিশ্চিত করা হবে।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রবীণ বিএনপি নেতা আলহাজ্ব আলতাফ হোসেন।

অনুষ্ঠানে অন্যান্য বক্তাব্য রাখেন, কুষ্টিয়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিল্লু হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার তসলিম উদ্দিন নিশাত, দৌলতপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু মাস্টার, যুগ্ম আহ্বায়ক ও মহিলা নেত্রী সুরাইয়া আক্তার কাজলি, দৌলতপুর কলেজের সহকারী অধ্যাপক নাহিদা আক্তার, সভা পরিচালনা করেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার।

উল্লেখযোগ্য সংখ্যক নারী, বিশেষ করে দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে বিভিন্ন বয়সী নারীরা এই নারী সমাবেশে অংশগ্রহণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
সত্যিই কি ভেঙে ফেলা হচ্ছে আইফেল টাওয়ার
১২ অক্টোবর ২০২৫ রাত ০৮:১৮:৪৮





Follow Us