• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ সকাল ১০:৪৩:০৮ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে ৬ লেন রাস্তা তৈরিতে ক্ষতিগ্রস্ত জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৭ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:৪৭:৫০

সংবাদ ছবি

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে ক্ষতিগ্রস্থ জমির মালিক ও ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে দেওয়ার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করা হয়েছে।

আজ ১৭ সেপ্টেম্বর বুধবার সকালে কালীগঞ্জ উপজেলা শহরের মেইন বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালন করে ক্ষতিগ্রস্ত জমির মালিক ও ব্যবসায়ীরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ব্যবসায়ী, স্থানীয়সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

Ad
Ad

এতে ক্ষতিগ্রস্ত জমির মালিক আলহাজ শহিদুল ইসলাম, বদরুজ্জামান, ডা. জহুরুল ইসলাম, কমিশনার আনোয়ারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

Ad

মানববন্ধন থেকে বক্তারা অভিযোগ করেন, জমির মালিকদের ২০২২ সালের মৌজা মূল্য দেওয়া হচ্ছে। যেসব জমির দাম ১০ লাখ টাকা সেই জমির দাম দেওয়া হচ্ছে ২ লাখ টাকা করে। এছাড়াও একটি বাড়ি বা প্রতিষ্ঠানের সম্পূর্ণ ক্ষতিপূরণ না দিয়ে আংশিক দিচ্ছে কর্তৃপক্ষ।

পরে ঝিনাইদহ-যশোর মহাসড়ক অবরোধ করেন তারা। এতে সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায় ঝিনাইদহ থেকে যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গাগামী সকল রুটের যানচলাচল। প্রায় এক ঘণ্টা পর আবারো কর্মসূচীর হুঁশিয়ারি দিয়ে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
নবীনগরে ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার
১৩ অক্টোবর ২০২৫ সকাল ০৯:৩৭:০২







Follow Us