• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই পৌষ ১৪৩২ বিকাল ০৪:০১:০০ (19-Dec-2025)
  • - ৩৩° সে:

সাতক্ষীরা সরকারি কলেজে ছাত্রশিবিরের উদ্যোগে ব্লাড ক্যাম্প অনুষ্ঠিত

১৫ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:১৮:৩৬

সংবাদ ছবি

সাতক্ষীরা প্রতিনিধি: ‘এক ফোটা রক্ত, এক জীবন মুক্ত’- এ মানবিক স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার অন্তর্গত সাতক্ষীরা সরকারি কলেজ শাখার আয়োজনে অনুষ্ঠিত হলো শহীদ জাবির ব্লাড ডোনার কালেক্টিং ক্যাম্প ২০২৫।

Ad

১৫ সেপ্টেম্বর সোমবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সরকারি কলেজের জামে মসজিদ প্রাঙ্গণে এ ব্লাড ডোনার কালেক্টিং ক্যাম্প অনুষ্ঠিত হয়।

Ad
Ad

এ ক্যাম্পে কলেজ শাখা শিবিরের সভাপতি মো. রফিকুল ইসলাম- এর সভাপতিত্বে ও শাখা সেক্রেটারি মো. মাসুদুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের শুভ উদ্বোধন করেন ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি মুহা. আল মামুন।

মুহা. আল মামুন বলেন, রক্তদান একটি মহৎ কাজ। এ উদ্যোগ শুধু মানুষের জীবন বাঁচায় না, সমাজে সহানুভূতির বন্ধনকে আরও সুদৃঢ় করে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের নিয়েই কাজ করে  এবং আগামীতে শিক্ষার্থীদের পালস বুঝেই সুন্দর সুন্দর প্রোগ্রামের আয়োজন করবে। দেশ ও মানবতার কল্যাণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সব সময় আপামর ছাত্র জনতার পাশে থাকবে, ইনশাআল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার অফিস সম্পাদক মো. নুরুন্নবী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ,সাতক্ষীরা শহর শাখার দাওয়া ও সাংস্কৃতিক সম্পাদক মুহা. শারাফাত হুসাইন লিটিল, প্রচার ও তথ্যপ্রযুক্তি সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহ, তথ্য ও মিডিয়া সম্পাদক মুহা. মাসুদ রানা, আইন ও মানবাধিকার সম্পাদক মো. আতিক মুজাহিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ ও স্বতঃস্ফূর্ত উৎসাহ লক্ষ্য করা গেছে। ক্যাম্পে রক্তদানে আগ্রহী শিক্ষার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

এ রক্তদান কর্মসূচি শিবিরের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে, যা সমাজে মানবিক মূল্যবোধ ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
সদরপুরে অজ্ঞাত যুবতীর উলঙ্গ মরদেহ উদ্ধার
১৯ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:৪৮:৩৪





Follow Us