• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ রাত ০৮:২২:২০ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

আজ থেকে পদ্মা সেতুতে স্বয়ংক্রিয় টোল পরিশোধ ব্যবস্থা চালু

১৫ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:১৯:৫০

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: আজ থেকে পদ্মা সেতুতে স্বয়ংক্রিয় টোল আদায় শুরু হচ্ছে। আধুনিক ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম পাইলটিং আকারে চালু করা হয়েছে, যার মাধ্যমে গাড়ি থামানো ছাড়াই নির্ধারিত লেন ব্যবহার করে টোল পরিশোধ করে সেতু পার হওয়া যাবে।

১৫ সেপ্টেম্বর সোমবার দুপুর ২টা থেকে এই সিস্টেম চালু হবে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের নির্দেশনায় ইটিসি কার্যক্রম শুরু হয়।

Ad
Ad

ব্যবহারকারীদের প্রথমে ট্রাস্ট ব্যাংকের ‘ট্যাপ’ অ্যাপ-এর ‘ডি-টোল’ অপশনে গিয়ে গাড়ির রেজিস্ট্রেশন ও রিচার্জ সম্পন্ন করতে হবে। এরপর পদ্মা সেতুর আরএফআইডি বুথে প্রথমবারের মতো আরএফআইডি ট্যাগ চেক ও রেজিস্ট্রেশন করাতে হবে।

Ad

রেজিস্ট্রেশন সম্পন্ন হলে ব্যবহারকারীরা কমপক্ষে ৩০ কিলোমিটার গতিতে ইটিসি লেন ব্যবহার করতে পারবেন এবং টোল স্বয়ংক্রিয়ভাবে তাদের অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে।

ভবিষ্যতে ট্যাপ ছাড়াও অন্যান্য ফাইন্যান্সিয়াল অ্যাপ যুক্ত করার জন্য কাজ করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us