• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে আশ্বিন ১৪৩২ রাত ১২:৪৩:৩৪ (14-Oct-2025)
  • - ৩৩° সে:

সীমানার বাইরে গিয়ে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

১২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:৫৪:৫২

সংবাদ ছবি

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে ইজারাকৃত বালু মহালের বাইরে গিয়ে বালু উত্তোলন করার অপরাধে মেসার্স প্রিন্স কনস্ট্রাকশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে দৌলতপুর উপজেলার যমুনা নদী থেকে ইজারাকৃত বালু মহালের বাইরে গিয়ে বাল্কহেড দিয়ে বালু উত্তোলনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত মেসার্স প্রিন্স কনস্ট্রাকশনের সুপারভাইজারকে আটক করে। পরে জরিমানা আদায় করে মুচলেকা দিয়ে ছাড়া পান সুপারভাইজার।

Ad
Ad

আটক সুপারভাইজার মো. শরিফুল ইসলাম চাঁন মিয়া (৪৫)। তিনি সদর উপজেলার জয়রা এলাকার সালাউদ্দিনের ছেলে এবং মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।

Ad

জানা গেছে, মেসার্স প্রিন্স কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রিন্স। তিনি মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক।

সহকারী কমিশনার ভূমি অফিস সূত্রে জানা গেছে, রাহাতপুর বালু মহালের ইজারাকৃত অংশের ২ হাজার ফুট বাইরে গিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। এ অপরাধে ইজারাকৃত প্রতিষ্ঠানকে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর- ৪, ৫ এবং ১৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে দৌলতপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি আহসানুল আলম বলেন, রাহাতপুর বালু মহালের ইজারাদার মেসার্স প্রিন্স কনস্ট্রাকশন ইজারা এলাকার বাইরে গিয়ে বালু উত্তোলন করছে এ অভিযোগে অভিযানে গেলে ঘটনার সত্যতা পাওয়া যায়। ঘটনাস্থল থেকে সুপারভাইজার চাঁন মিয়াকে আটক করে ৫০‌ হাজার টাকা জরিমানা আদায়ের পর তাকে মুচলেকায় ছাড়া হয়। এরপরেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা বাড়ল
১৩ অক্টোবর ২০২৫ রাত ০৮:৩৯:২৯










Follow Us