• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ সকাল ০৮:২৯:১৮ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

রূপগঞ্জে ভুয়া এডিশনাল এসপি গ্রেফতার

১৫ জুন ২০২৫ বিকাল ০৫:৪৫:২২

সংবাদ ছবি

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাকারিয়া আহম্মদ তাপাদার ওরফে রাজন (৩৪) নামের এক ভুয়া এডিশনাল এসপি গ্রেফতার করেছে পুলিশ।

১৫ জুন রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশ  সিলেটে জেলার জকিগঞ্জ থানার কসকনকপুর এলাকায় অভিযান পরিচালনা করে  তাকে গ্রেফতার করে।

Ad
Ad

প্রতারক জাকারিয়া আহম্মদ তাপাদার ওরফে রাজনের বাড়ি সিলেট জেলার জকিগঞ্জ থানার কসকনকপুর এলাকায়। তার বাবার নাম মৃত আব্দুস সবুর তাপাদার।

Ad

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে রূপগঞ্জের চানপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় নিজেকে এডিশনাল এসপি পরিচয় দিয়ে নানা ধরনের প্রতারক মূলক কর্মকাণ্ড ঘটিয়েছে।

এডিশনাল এসপি পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে মারিয়া চৌধুরী নামের এক নারীকে বিয়ে করে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ রয়েছে। ওই ঘটনায় নারী ও শিশু নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে যে সব মামলাগুলো রয়েছে সেসব মামলায় তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

ভুক্তভোগী মারিয়া চৌধুরী অভিযোগ করে জানান, তিনি রূপগঞ্জের চানপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার ৮নং ওয়ার্ডের মৃত মাহতাব চৌধুরীর মেয়ে। এর আগে, ৪ বৎসর পূর্বে জাকারিয়া আহম্মদ তাপাদার ওরফে রাজনের সঙ্গে মারিয়া চৌধুরীর মোবাইল ফোনের মাধ্যমে সম্পর্ক গড়ে ওঠে। তখন তিনি নিজেকে এডিশনাল এসপি পরিচয় দেন। পরে তাদের দুজনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই মারিয়া চৌধুরীর বাপের বাড়ি চনপাড়ায় রেখে ঘর সংসার করে আসছে। বেশ কিছু দিন ধরে জাকারিয়া আহম্মদ তাপাদার ওরফে রাজন মারিয়ার কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে আসছে। দাবিকৃত যৌতুকের টাকা না দেওয়ায় নানা সময় শারীরিক নির্যাতন চালাত।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, জাকারিয়া আহম্মদ তাপাদার ওরফে রাজন নিজেকে পুলিশের এডিশনাল এসপি যার আইডি নং ৯৫১২৪৮৩ পরিচয় দিয়ে বিভিন্ন জেলা উপজেলায় প্রতারণাসহ অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়ে আসছে। রূপগঞ্জের কয়েকটি মামলায় সন্ধিয়ান আসামি সে।

তিনি আরও বলেন, তার প্রোফাইল পিকচারে পুলিশের পোশাক পরিহিত ছবি ও পুলিশের এডিশনাল এসপি পরিচয় দিয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
সত্যিই কি ভেঙে ফেলা হচ্ছে আইফেল টাওয়ার
১২ অক্টোবর ২০২৫ রাত ০৮:১৮:৪৮




সংবাদ ছবি
আজ সাংবাদিক রাশেদ কাঞ্চনের জন্মদিন
১২ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:১০:৩৯


Follow Us