• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ বিকাল ০৩:৩৩:৪৬ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে ২৮৫টি বিদ্যালয় পেলো ইউএনওর গাছের চারা

৬ মে ২০২৫ রাত ০৮:১৬:০৯

সংবাদ ছবি

লক্ষ্মীপুর প্রতিনিধি : সরকারি প্রাথমিক বিদ্যালয় আঙ্গিনাকে সবুজ বিদ্যালয় ক্যাম্পেইন হিসেবে গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা ২৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে এ গাছের চারাগুলো হস্তান্তর করেন।

Ad
Ad

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার কেএম জামান এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।

Ad

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা বলেন, পরিবেশের বিপর্যয়ের কারণে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা হুমকির মুখোমুখি। বিদ্যালয় আঙ্গিনায় যদি গাছের সমারোহ থাকে তাহলে শিক্ষার্থীদের জন্য অনেক ভালো হবে। সেই ভাবনা থেকেই সবুজ বিদ্যালয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

গাছের চারা বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন জাতের আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, নারকেল, সুপারি, মেহগনি, ঝাউসহ আরো বিভিন্ন প্রজাতির গাছ বিতরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সংবাদ ছবি
একটি ঘরের অভাবে কষ্টে আছেন রাহেলা বেগম
১৩ অক্টোবর ২০২৫ দুপুর ১২:৪৮:০৮


Follow Us