• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ রাত ০৮:২৪:৪৭ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

২৬ মার্চ ২০২৫ সকাল ১১:২৭:৪৫

সংবাদ ছবি

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে।

দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Ad
Ad

২৬ মার্চ বুধবার ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এরপর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। জেলা শহরের কেন্দ্রীয় স্মৃতিসৌধে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।

Ad

দিনটি উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে, যেখানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হবে। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জেলা শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে। বিকেলে থাকছে কুচকাওয়াজ, ক্রীড়া প্রতিযোগিতা এবং আলোকসজ্জা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us