• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ দুপুর ০১:২৮:৪১ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

আশুলিয়ায় শ্রমিক নেতাকে প্রাণনাশের হুমকি

১২ মার্চ ২০২৫ বিকাল ০৩:০৬:৩২

সংবাদ ছবি

স্টাফ রিপোর্টার, সাভার: বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো.সরোয়ার হোসেনকে মুঠোফোনে অজ্ঞাত এক ব্যক্তি অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

১২ মার্চ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো.জসিম উদ্দিন।

Ad
Ad

এর আগে সোমবার রাতে ০১৫৮০৭৪০৯৭৫ এই নাম্বার থেকে অজ্ঞাত পরিচয়ে ওই শ্রমিক নেতাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে এ ঘটনায় আশুলিয়া থানায় একটি জিডি করেন ভুক্তভোগী। জিডি নং-১১৫৫।

Ad

ভুক্তভোগী মো.সরোয়ার হোসেন (৫০) দীর্ঘদিন ধরে শ্রমিক রাজনীতি করে আসছেন। এছাড়াও তিনি ভাড়াটিয়া পরিষদের সাভার ও আশুলিয়া কমিটির সভাপতির দ্বায়িত্বে আছেন।

শ্রমিক নেতা অভিযোগ করে বলেন, সোমবার রাতে আমি বাসায় অবস্থান করছিলাম। তখন কেউ একজন অচেনা নাম্বার থেকে অজ্ঞাত পরিচয়ে আমার ব্যবহৃত নাম্বারে কল দিয়ে কোনো কারণ ছাড়াই অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। সেই সময়ে আমি তার পরিচয় জানতে চাইলে, সে কোন পরিচয় দেয়নি বরং আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়াসহ নানাবিধ ভয়ভীতি দেখায়। পরে ফোনটি কেটে দেয়। এরপর থেকে আমি ও আমার পরিবারের লোকজন আতঙ্কে দিন কাটাচ্ছি। কোন উপায় না পেয়ে অবশেষে থানায় একটি জিডি করি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই আইন অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিবে বলে আমি আশাবাদী।

এদিকে হুমকিদাতার নাম্বারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

এস. আই মো.জসিম উদ্দিন বলেন, আমি বাইরে ডিউটিতে ছিলাম বিধায় অভিযোগের কপি হাতে পাইনি। হাতে পেলে যে নাম্বার দিয়ে তাকে হুমকি দেওয়া হয়েছে সেটির ডিটেইলস বের করে ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার পর থেকে অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে প্রশাসনের সুদৃষ্টি কামনাসহ তীব্র নিন্দা জানান বিভিন্ন ফেডারেশনের শ্রমিক নেতারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
একটি ঘরের অভাবে কষ্টে আছেন রাহেলা বেগম
১৩ অক্টোবর ২০২৫ দুপুর ১২:৪৮:০৮



সংবাদ ছবি
রান পাহাড় টপকে ভারতকে হারালো অস্ট্রেলিয়া!
১৩ অক্টোবর ২০২৫ দুপুর ১২:০৪:০৮


সংবাদ ছবি
নড়াইলে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
১৩ অক্টোবর ২০২৫ সকাল ১১:৫৫:০৭




Follow Us