• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ সকাল ১০:৩৯:৪২ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

দাগনভূঞায় দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

৫ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:৫৩:৪২

সংবাদ ছবি

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি: ফেনীর দাগনভূঞায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনায় আল আমিন ব্রিকস ও মদিনা ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

৫ ফেব্রুয়ারি বুধবার দুপুরে দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম এ জরিমানা করেন।

Ad
Ad

ভ্রাম্যমাণ আদালতে সূত্র জানায়, বুধবার দুপুরে ফেনী জেলা পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম এর নেতৃত্বে দাগনভূঞা উপজেলার আল-আমিন ব্রিক ফিল্ড ও মেসার্স মদিনা ব্রিক ফিল্ডে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। ইট প্রস্তত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ লঙ্ঘন করে ফসলি জমি হইতে মাটি সংগ্রহ করায় ২টি প্রতিষ্ঠানকে দুই লাখ করে মোট ৪০০০০০ (চার লক্ষ) টাকা জরিমানা করেন।

Ad

এ অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. তানবীর হোসেন, পরিদর্শক শাওন শওকত, দাগনভূঞা থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম সহায়তা করেন।

পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মুছাম্মৎ শওকত আরা কলি বলেন, জেলা প্রশাসনের সহযোগিতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
নবীনগরে ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার
১৩ অক্টোবর ২০২৫ সকাল ০৯:৩৭:০২







Follow Us