• ঢাকা
  • |
  • শনিবার ৬ই পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৭:৫২:২৮ (20-Dec-2025)
  • - ৩৩° সে:

নিয়ামতপুরে শিক্ষিকা ও বৃদ্ধ বাবাকে হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগ

২৮ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৩৯:৩৮

সংবাদ ছবি

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে পূর্ব শত্রুতার জের ধরে স্কুল শিক্ষিকা ও তার বাবাকে হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগ উঠেছে। ২৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের শ্রীমন্তপুর মধ্যপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।

Ad

মামলার এজাহার সূত্রে জানা যায়, স্থানীয় হোসেন আলী ও তার মেয়ে স্কুল শিক্ষিকা রেশমিকার সাথে দীর্ঘদিন যাবত আপন চাচাতো ভাই শামসুদ্দিনের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। সে বিরোধের জের ধরেই হোসেন আলী ও তার কন্যা রেশমিনারাকে একা পেয়ে শামসুদ্দিন ও তার লোকজন দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে  মারধর করে।

Ad
Ad

এ ঘটনায় ভুক্তভোগী স্কুল শিক্ষিকা রেশমিনারা বলেন, দীর্ঘ দিন যাবত তার চাচা শামসুদ্দিনের সাথে জমি জমা নিয়ে বিরোধ চলছে। ২৪ তারিখ  সকালে আমাকে একা পেয়ে শামসুদ্দিনের হুকুমে জাহিদুল বঁটি দিয়ে আমার মাথায় কোপ দেয়। খবর পেয়ে আমার বাবা আসলে বাবাকেও মাথায় বাড়ি দিয়ে রক্তাক্ত জখম করে।

বর্তমানে রেশমিনারার বাবা উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় হোসেন আলির ছেলে শাহিন আলম নিয়ামতপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন। এ ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ভুক্তভোগী শিক্ষিকা রেশমিনারা।

নিয়ামতপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. এবিএম জাহাঙ্গির কবির নিশ্চিত করে বলেন, তারা ওই দিন হাসপাতালে আসেন। হোসেন আলির উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানে হয়েছে। শিক্ষিকা রেশমিনারা চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি ছিলেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, এজাহার পেয়েছি এবং মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
জরুরি সভা ডেকেছে ছাত্রদল
২০ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:৩৭




সংবাদ ছবি
গোপালগঞ্জে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ
২০ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৪:৩৩


সংবাদ ছবি
চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
২০ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৫:০৪

সংবাদ ছবি
বিটিভির মহাপরিচালকের বাড়িতে আগুন
২০ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৪:২৯

সংবাদ ছবি
সিআইপি নির্বাচিত হওয়ায় সেনবাগে সংবর্ধনা
২০ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৩:৩৯



Follow Us