• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ দুপুর ০১:৪০:২৩ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

ভৈরবে শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা, অপহরণকারী আটক

২৮ নভেম্বর ২০২৪ রাত ০৮:১৯:৪৫

সংবাদ ছবি

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যালয় থেকে এক শিশু শিক্ষার্থীকে অপহরণের চেষ্টাকালে এক নারী অপহরণকারীকে আটক করা হয়েছে।

২৭ নভেম্বর বুধবার শহরের গাছতলা এলাকায় ফাতেমা রমজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। শিশু শিক্ষার্থী ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী নুসরাত আক্তার নূর (৭)। সে গাছতলা ঘাট এলাকার হানিফ মিয়ার মেয়ে।

Ad
Ad

অপহরণকারী নারী শহরের ভৈরবপুর উত্তর পাড়া এলাকার সোহেল মিয়া স্ত্রী হেনা বেগম (৪২)। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানার (ভারপ্রাপ্ত) ওসি মো. শাহীন।

Ad

বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০ টায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রী নুসরাত আক্তার নূরকে ক্লাসরুম থেকে অপহরণকারী হেনা বেগম বের করে নিয়ে যাওয়ার সময় রিমা নামের শিক্ষিকার চোখে পড়লে তাদের ডাক দেয়। শিক্ষার্থী নূর শিক্ষিকাকে বলে তার বাবা নাকি এক্সিডেন্ট করেছে। তখন অপহরণকারীকে বিষয়টি জিজ্ঞেস করলে সে সেখান থেকে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়দের সহযোগিতায় হেনাকে বিদ্যালয়ে নিয়ে এসে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে অপহরণকারীকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে শিক্ষার্থী নূর বলেন, আমি ক্লাসে বসে আর্ট করছিলাম। আমাকে ওই মহিলা এসে বলে আমার বাবা এক্সিডেন্ট করেছে। আমি উনার সাথে যাওয়ার সময় মিস আমাকে ডাক দিলে আমি মিসের কাছে চলে যায়। মিস আমাকে বলে বাবা এক্সিডেন্ট করেনি।

এ বিষয়ে বিদ্যালয় সহকারী শিক্ষক আমিনুল ইসলাম বলেন, ভাগ্য ভালো একজন শিক্ষিকার নজরে পড়েছিল। না হলে শিশুটিকে অপহরণ করে নিয়ে যেতো। ঘটনার পর পুলিশ এসে অপহরণকারীকে আটক করে থানায় নিয়ে গেছে।

এ বিষয়ে শিশুটির বাবা হানিফ মিয়া ভৈরব থানায় অপহরণের চেষ্টার মামলা করেছেন। এ বিষয়ে তিনি বলেন, কেন আমার মেয়েকে অপহরণ করতে চেষ্টা করা হয়েছে আমার জানা নেয়। আমি তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের দাবি করছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
একটি ঘরের অভাবে কষ্টে আছেন রাহেলা বেগম
১৩ অক্টোবর ২০২৫ দুপুর ১২:৪৮:০৮



সংবাদ ছবি
রান পাহাড় টপকে ভারতকে হারালো অস্ট্রেলিয়া!
১৩ অক্টোবর ২০২৫ দুপুর ১২:০৪:০৮


সংবাদ ছবি
নড়াইলে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
১৩ অক্টোবর ২০২৫ সকাল ১১:৫৫:০৭




Follow Us