• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ দুপুর ০১:২৫:৫৫ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

খাগড়াছড়িতে বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমা উৎসব পালিত

১৭ অক্টোবর ২০২৪ দুপুর ০১:০৪:৪৪

সংবাদ ছবি

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ১৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায়  য়ংড বৌদ্ধ বিহারে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা পালিত হয়েছে। আষাঢ়ি পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত বৌদ্ধ ভিক্ষুদের তিন মাস বর্ষাবাসের পর এ প্রবারণা পূর্ণিমা পালন করা হয়।

দিনটি উদযাপনের লক্ষ্যে ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মাবলম্বীর নর-নারীরা বিভিন্ন বৌদ্ধ বিহারে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে। শুভ প্রবারণা পুর্ণিমা উদযাপন উপলক্ষ্যে সমবেত প্রার্থনা, বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, পঞ্চশীল প্রার্থনা, অষ্ট পরিষ্কার দান, বুদ্ধ মূর্তি দান, ভিক্ষুদের উদ্দেশ্যে সংঘ দান, কল্পতরু দান, হাজার প্রদীপ দান, বৌদ্ধ ভিক্ষুদের চীবর দান, পিণ্ড দানসহ নানাবিধ দান করা হয়। এ দিনটি বৌদ্ধ ধর্মালম্বীদের কাছে দিনটি খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপযপূর্ণ।

Ad
Ad

এ সময় দায়ক-দায়িকাদের পঞ্চশীল প্রার্থনাও ধর্মীয় দেশনা প্রদান করেন বৌদ্ধ ভিক্ষুরা। এছাড়া ‘শুভ প্রবারণা পূর্ণিমার তাৎপর্যের উপর আলোচনার পাশাপাশি প্রদীপ পূজা এবং দেশের অগ্রগতি, সমৃদ্ধি ও বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনার আয়োজন রয়েছে। এদিকে পার্বত্য এলাকায় সহিংস ঘটনার কারণে এবার তিন পার্বত্য জেলার কোন বৌদ্ধ বিহারে আলোকসজ্জা, ফানুস ওড়ানো ও জল প্রদীপ বা কল্প জাহাজ নদীতে ভাসানো হচ্ছে না ।

Ad

বৌদ্ধ ভিক্ষুরা সাধনা লাভের আষাঢ়ি পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত এই তিন মাস আত্মশুদ্ধি ও মনের পবিত্রতার জন্য ধ্যান, সাধনা, ভাবনা ও নীতি অনুশীলন করেন। এই তিন মাস বৌদ্ধ ভিক্ষুরা নিজের বৌদ্ধ বিহারের বাইরে অন্যকোনো বৌদ্ধ বিহারেও রাত্রি যাপন করেন না।

এছাড়াও,  বৌদ্ধ সম্প্রদায়ের নর নারীরা বৌদ্ধ ভিক্ষুদের কাছ থেকে স্বধর্ম শ্রবণ করেন। আষাঢ়ি পূর্ণিমায় বৌদ্ধ ভিক্ষুরা তিন মাসের জন্য বর্ষাবাস শুরু করেন, যা আশ্বিনী পূর্ণিমায় অর্থাৎ আজ শেষ হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
একটি ঘরের অভাবে কষ্টে আছেন রাহেলা বেগম
১৩ অক্টোবর ২০২৫ দুপুর ১২:৪৮:০৮



সংবাদ ছবি
রান পাহাড় টপকে ভারতকে হারালো অস্ট্রেলিয়া!
১৩ অক্টোবর ২০২৫ দুপুর ১২:০৪:০৮


সংবাদ ছবি
নড়াইলে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
১৩ অক্টোবর ২০২৫ সকাল ১১:৫৫:০৭




Follow Us