• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ রাত ১০:২৮:১৮ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

সাবেক হুইপ ইকবালুর রহিম ও সাবেক বিচারপতি ইনায়েতুর রহিমের বিরুদ্ধে হত্যা মামলা

২০ আগস্ট ২০২৪ রাত ০৮:৪৫:৪৮

সংবাদ ছবি

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় জাতীয় সংসদের সাবেক হুইপ ইকবালুর রহিম ও তার ভাই আপিল বিভাগের সাবেক বিচারপতি এম ইনায়েতুর রহিমের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

১৯ আগস্ট সোমবার দুপুরে কোতোয়ালি থানায় হওয়া এই মামলায় ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।

Ad
Ad

মামলাটি করেছেন সদর উপজেলার উপশহর এলাকার বাসিন্দা মো. রুহান হোসেন (৪১)। তিনি জেলা যুবদলের ধর্মবিষয়ক সম্পাদক।

Ad

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ৪ আগস্ট সকাল থেকে দিনাজপুরে স্কুল-কলেজের শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালনে রাজপথে নেমে আসে।

শিক্ষার্থীরা দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর শহরের হাসপাতাল মোড় এলাকায় জড়ো হলে সাবেক হুইপ ইকবালুর রহিম ও সাবেক বিচারপতি ইনায়েতুর রহিমের পরোক্ষ মদদে আওয়ামী লীগের নেতা–কর্মীরা শিক্ষার্থীদের ওপরে চড়াও হন। আওয়ামী লীগের সন্ত্রাসীরা বন্দুক, পিস্তল, দেশি অস্ত্রশস্ত্রসহ শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করেন।

বিশৃঙ্খলা পরিস্থিতি এড়াতে পুলিশ ও বিজিবি সদস্যরা কাঁদানে গ্যাসের শেল ও কয়েক রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, সোমবার দুপুরে একটি মামলা হয়েছে। হত্যা, হত্যার উদ্দেশ্যে হামলা ও ভয়ভীতি প্রদানের অভিযোগে মামলাটি হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা বাড়ল
১৩ অক্টোবর ২০২৫ রাত ০৮:৩৯:২৯










Follow Us