• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ বিকাল ০৩:৪০:৫৪ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

সম্পত্তির লোভে মাকে ৩ মাস যাবত ঘরে বন্দি, উদ্ধার করলেন সেনাবাহিনী

১৬ আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৭:৫০:২৯

সংবাদ ছবি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া গোকর্ণঘাট ৭নং ওয়ার্ডর মৃত হাজি মোহাম্মদ আবদু মিয়ার স্ত্রী জাহানারা বেগমকে তিন মাস যাবত একটি ঘরে বন্দি করে রেখেছেন তার সন্তানরা। ১৬ আগস্ট শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া ওয়ারেন্ট অফিসার দিদারুল আলম ও তার টিম নির্যাতিত এই মহিলাকে উদ্ধার করে।

জানা যায়, জাহানারা বেগমের নয় সন্তান। বড় ছেলে মোখলেসুর রহমান ছাড়া বাকি আট ছেলে তার মাকে অমানুষিক নির্যাতন করেন।

Ad
Ad

৩ মাস যাবত একটা ঘরে বন্দি করে রাখে, এমন কি ঠিক মতো খাবার ও দেওয়া হতো না। মাঝে মাঝে জাহানারা বেগমকে রাতে বস্তায় ভরে ফেলে দেওয়ার হুমকি দিত। তারা হলেন, মো. রুবেল (৫০), মো. আলকাস (৪৪), মো. লোকমান (৪০), মোহাম্মদ রমজান (৩৮), মো. জুবায়ের (৩৬), মো. আব্বাস (৩৪), মো. জুয়েল মিয়া (৩১) ও মো. মোজাম্মেল (২৭)

Ad

ব্রাহ্মণবাড়িয়া সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার দিদারুল আলম সাংবাদিকদের জানান, সরজমিনে গিয়ে চেক করে ওই মহিলাকে তালাবদ্ধ রুম থেকে উদ্ধার করি এবং মোছাম্মদ জাহানারা বেগমকে (৭০) ব্রাহ্মণবাড়িয়া সদর আর্মি ক্যাম্পে নিয়ে আসি ও তার সকল সন্তানদেরকে ক্যাম্পে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনার সত্যতা যাচাই করে স্থানীয় ৭নং ওয়ার্ল্ড কাউন্সিলর মো. ফারুক আহমেদ ও জাহানারা বেগমের দেবর মোহাম্মদ কুদ্দুস মিয়াকেও ডেকে নিয়ে আসি। তাদের উপস্থিতিতে সকল সন্তানদের তাদের মায়ের কাছে উপস্থিত করলে সন্তানরা তার মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করে। তাদের ভুল বুঝতে পারার কারণে কান ধরে উঠবস করায় এবং মায়ের কাছে ক্ষমা চাওয়ায়। মা জাহানারা বেগমের কথাতে সন্তানদেরকে ছেড়ে দেওয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সংবাদ ছবি
একটি ঘরের অভাবে কষ্টে আছেন রাহেলা বেগম
১৩ অক্টোবর ২০২৫ দুপুর ১২:৪৮:০৮


Follow Us