• ঢাকা
  • |
  • শনিবার ৬ই পৌষ ১৪৩২ দুপুর ০১:৩৫:৫৮ (20-Dec-2025)
  • - ৩৩° সে:

দুই বছরে পদ্মা সেতুর আয় ১৬০০ কোটি টাকা

২৫ জুন ২০২৪ বিকাল ০৫:০৩:৪১

সংবাদ ছবি

মুন্সীগঞ্জ প্রতিনিধি: আজ ২৫ জুন মঙ্গলবার পদ্মা সেতু উদ্বোধনের দুই বছর পূর্তি হয়েছে। ২০২২ সালের ২৫ জুন এই সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Ad

সেতু চালুর পর হতে দুই বছরে ২৪ জুন রাত ১২টা পর্যন্ত এই পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে ১৬৪৮ কোটি ৭৬ লক্ষ্য ১৮ হাজার ৩০০ টাকা। এই দুই বছরে পদ্মা সেতু দিয়ে ১ কোটি ২৭ লক্ষ ১৩ হাজার ২৭৫টি যানবাহন পারাপার হয়েছে।

Ad
Ad

এর আগে ২৬ জুন ২০২২ হতে ২৫ জুন ২০২৩ পর্যন্ত পদ্মা সেতুতে মোট টোলা আদায় হয়েছে ৮০১ কোটি ৪৪ লক্ষ ২৭ হাজার ২০০ টাকা। ওই সময় পদ্মা সেতু দিয়ে মোট ৫৭ লক্ষ ১৭ হাজার ৪৬টি পরিবহন পারাপার হয়েছে। এতে দেখা যায় ২০২২-২৩ সালের তুলনায় ২০২৩-২৪ সালে পদ্মা সেতুতে যানবাহন চলাচল ও টোল আদায় বৃদ্ধি পেয়েছে। পদ্মা সেতু চালুর পর হতে দেশের দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াত‌ সহজ করে দিয়েছে।

এখন ঢাকা হতে পদ্মা সেতু হয়ে বরিশালে যাওয়া যাচ্ছে তিন থেকে চার ঘণ্টায়। খুলনায় চার ঘণ্টায় পৌঁছে যাচ্ছে মানুষ। বহু কাঙ্খিত স্বপ্নের পদ্মাসেতু তৈরিতে বিশ্বব্যাংকের সঙ্গে নানা জটিলতার পর দেশীয় অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা হয়। এই প্রকল্পের মূল দুই ঠিকাদারই চীনের। পরামর্শক প্রতিষ্ঠান ছিল দক্ষিণ কোরিয়ার।

ব্যবহৃত মালামালের ৯০ শতাংশই বিদেশ থেকে আমদানি করা। অর্থ মন্ত্রণালয় যে টাকা বিনিয়োগ করেছে, এর বেশির ভাগই ঠিকাদার ও পরামর্শকদের বিল বাবদ ডলারে পরিশোধ করা হয়েছে। 

সেতুর সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, পদ্মা সেতু ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ও ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ। পদ্মা বহুমুখী সেতু উদ্বোধনের পর থেকে দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের ২১ জেলার সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
জানাজা পড়াবেন বড় ভাই, খোঁড়া হচ্ছে কবর
২০ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৪১:০০

সংবাদ ছবি
ঝিনাইদহে ১২শ’ পিস ইয়াবাসহ আটক ৩
২০ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৩৮:২৪


সংবাদ ছবি
ডিসেম্বরের ১৭ দিনে প্রবাসী আয় ২০০ কোটি ডলার
২০ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:০৮:৩৬




Follow Us