• ঢাকা
  • |
  • শনিবার ৬ই পৌষ ১৪৩২ দুপুর ০১:৩৪:৩৮ (20-Dec-2025)
  • - ৩৩° সে:

শরীয়তপুরে অশ্লীল কর্মকাণ্ডের অভিযোগে আটক ১১

১২ মে ২০২৪ সকাল ১০:২৬:০৮

সংবাদ ছবি

শরীয়তপুর প্রতিনিধি: প্রতারণার ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেওয়া এবং অশ্লীল-অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে শরীয়তপুরের সখিপুর বাজারে পৃথক অভিযানে নারীসহ ১১ জনকে আটক করেছে সখিপুর থানা পুলিশ।

Ad

১১ মে শনিবার দুপুরে সখিপুর থানার ওসি মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শুক্রবার বিকালে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানা রোডের সখিপুর ফুড কর্নার, আতেকা ভবনের গ্রীন সিটি চাইনিজ ও মোল্যা মার্কেটের আড্ডা কফি হাউজের মালিকসহ তাদের আটক করা হয়।

Ad
Ad

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পায় সখিপুরে বিভিন্ন ভবনের উপরে গড়ে উঠা সখিপুর ফুড কর্নার ও কফি হাউজে ব্যবসার আড়ালে বিভিন্ন বয়সের যুবক-যুবতী দিয়ে অবৈধ কাজ করে আসছিলেন। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে যুবক-যুবতী ও রেস্টুরেন্টের মালিককে আটক করা হয়।

আটকরা হলো- আরশিনগর ইউনিয়নের হাওলাদার কান্দি গ্রামের মৃত এনায়েত হাওলাদারের ছেলে মো. মেহেদি হাসান (২৩), একই ইউনিয়নের মৃধা কান্দি গ্রামের আমজাদ হাওলাদারের মেয়ে তমা আক্তার শীলা (১৮), আশরাফ আলী বেপারী কান্দির গ্রামের কুদ্দুস আলীর ছেলে মো. ইব্রাহিম ঢালী (২৬), জসিম ঢালী কান্দি গ্রামের ঈমান হোসেন মালের মেয়ে জেসমিন আক্তার (২১), গাজীপুর চর কুমারিয়া গ্রামের মৃত বাদশা হাওলাদারের ছেলে মো. আল আমিস হাওলাদার (২৯), দক্ষিণ সখিপুর আলম চান বেপারি কান্দি গ্রামের আব্দুর রহমান বেপারির মেয়ে ইসরাত জাহান চৈতি (২২), সখিপুর মাঝী কান্দি গ্রামের সিরাজুল সরদারের ছেলে মো. জাহিদ সরদার (২৮), লতিফ গাজী কান্দি গ্রামের হাওলাদারের ছেলে মো. আল আমিন শিমুল (৩২), সখিপুর ছৈয়াল কান্দি গ্রামের আব্দুল মতিন ছৈয়ালে ছেলে মো. আবু তাজের রাকিব ছৈয়াল (২৪), আরশিনগর নূর মোহাম্মদ মাস্টার কান্দি গ্রামের বারেক মালের ছেলে মো. মাহাবুব আলম মাল (২০) ও সখিপুর ইউসুফ আলী সরকার কান্দি গ্রামের ইলিয়াছ সরকারের ছেলে মো. ইমরান হোসেন সরকার (৩৩)।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা অভিযান চালিয়ে তাদের রেস্টুরেন্ট থেকে আটক করা হয়। আটকদের বিভিন্ন ধারায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
জানাজা পড়াবেন বড় ভাই, খোঁড়া হচ্ছে কবর
২০ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৪১:০০

সংবাদ ছবি
ঝিনাইদহে ১২শ’ পিস ইয়াবাসহ আটক ৩
২০ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৩৮:২৪


সংবাদ ছবি
ডিসেম্বরের ১৭ দিনে প্রবাসী আয় ২০০ কোটি ডলার
২০ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:০৮:৩৬




Follow Us