• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ বিকাল ০৩:৪৩:২৭ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

শাহরাস্তিতে মোবাইল কোর্টে ফল দোকানিদের জরিমানা

১৫ মার্চ ২০২৪ সকাল ০৯:২১:১০

সংবাদ ছবি

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাদপুরের শাহরাস্তিতে মোবাইল কোর্টে বিভিন্ন ফলের আড়ত দোকানিদের ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১৪ মার্চ বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন হাট বাজারে দ্রব্যমূল্য সহনীয় মাত্রায় রাখতে উপজেলার ঠাকুরবাজার, দোয়াভাঙ্গা ও কালিয়াপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

Ad
Ad

এ সময় দুইটি তরমুজের আড়ত এবং দুইটি ফলের আড়তের কৃষি বিপণন লাইসেন্স, পাকা রশিদ, মূল্য তালিকা, বিক্রয় রশিদ ইত্যাদি যাচাই করে দেখা হয়। মূল্যতালিকা প্রদর্শন না করা, কৃষি বিপণন লাইসেন্স না থাকা, পাকা রশিদ দেখাতে না পারা, বিক্রয় রশিদের কার্বন কপি না থাকা ইত্যাদি অসঙ্গতি পাওয়ায় ঠাকুরবাজারের একটি তরমুজ আড়তকে ১০ হাজার টাকা, দোয়াভাঙ্গার মদিনা এন্টারপ্রাইজ ফলের আড়তকে ৩০ হাজার টাকা, কালিয়াপাড়ার ভোলা চরফ্যাশন বাণিজ্যলায় তরমুজ আড়ততে ২০ হাজার টাকা এবং ভাই ভাই ফল ভান্ডার তরমুজ আড়তকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

Ad

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াসির আরাফাত। এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সংবাদ ছবি
একটি ঘরের অভাবে কষ্টে আছেন রাহেলা বেগম
১৩ অক্টোবর ২০২৫ দুপুর ১২:৪৮:০৮


Follow Us