• ঢাকা
  • |
  • শনিবার ৬ই পৌষ ১৪৩২ রাত ০৮:১৫:৫৬ (20-Dec-2025)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কৃষককে পিটিয়ে হত্যা

২৪ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৩:৩৪:৫৫

সংবাদ ছবি

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে সাটুরিয়া উপজেলার তিল্লীরচর এলাকায় পূর্ব শত্রুতার জেরে লোহার রড দিয়ে পিটিয়ে মো. আব্দুল খালেক (৫৭) নামের এক কৃষক ও তার পরিবারকে আহত করে দুর্বৃত্তরা।

Ad

২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান কৃষক।

Ad
Ad

এ ঘটনায় নিহতের ছোট ছেলে মো. সবুজ মিয়া(১৮) মাথা ফেটে চিকিৎসাধীন এবং তার ভাই মো. রিপন মিয়া(২৬) আহত অবস্থায় রয়েছেন। নিহত মো. আব্দুল খালেক তিল্লীরচর এলাকার মৃত ভাসান বেপারীর ছেলে।

জানা গেছে, গত ১৮ ফেব্রুয়ারি দুপুরে দুর্বৃত্তরা আব্দুল খালেকের বসতবাড়িতে লোহার রড, কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়ে আক্রমণ করে। পরে স্থানীয়া উদ্ধার করে জেলার কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে আব্দুল খালেকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলে কর্মরত ডাক্তার তাকে ঢাকায় পাঠিয়ে দেয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনার পরের দিন ১৯ ফেব্রুয়ারি দুপুরে সাটুরিয়া থানায় আব্দুল লতিফ (৫৫), মো. বাশার, মো. এরশাদ আলীসহ মোট ১১ জনের নাম দিয়ে আরও অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের ছেলে মো. রিপন মিয়া।

নিহতের পরিবার এবং এলাকাবাসীর পক্ষে স্থানীয় সম্মানিত ব্যক্তি মো. মোতাহারুল ইসলাম সুমন ও তার ভাই মো. মাহ্ফুজুল ইসলাম স্বপন এই ঘটনায় আসামিদের আইনের আওতায় নিয়ে আসার জন্য সরকারের কাছে দাবি জানান।

এ বিষয়ে তিল্লী ইউনিয়নের চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম ধলা বলেন, যারা এই ঘটনার সাথে জড়িত হয়ে অন্যায় এবং প্রাণহানির ঘটনা ঘটিয়েছে এলাকাবাসীর সাথে আমিও এর তীব্র নিন্দা ও আসামিদের শাস্তির দাবি জানাই।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্লা বলেন, আসামিরা পলাতক আছে। আমাদের টিম মাঠ পযার্য়ে কাজ করছে। আশা করছি অতি শীগ্রই আসামিদের গ্রেফতার করতে সক্ষম হবো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
রৌমারীতে অটোরিকশার নিচে পড়ে শিশুর মৃত্যু
২০ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:০৪:৫৩

সংবাদ ছবি
জরুরি সভা ডেকেছে ছাত্রদল
২০ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:৩৭




সংবাদ ছবি
গোপালগঞ্জে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ
২০ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৪:৩৩


সংবাদ ছবি
চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
২০ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৫:০৪

সংবাদ ছবি
বিটিভির মহাপরিচালকের বাড়িতে আগুন
২০ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৪:২৯


Follow Us