• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই পৌষ ১৪৩২ বিকাল ০৩:৪৯:২৮ (19-Dec-2025)
  • - ৩৩° সে:

৪ শিক্ষার্থীকে বলৎকার, মাদরাসা শিক্ষক গ্রেফতার

২৬ জানুয়ারী ২০২৪ দুপুর ০২:২৪:১৪

সংবাদ ছবি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে ৪ শিশুকে বলৎকারের অভিযোগে সাইফুল ইসলাম (২৬) নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ২৬ জানুয়ারি শুক্রবার দুপুরের দিকে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেফতার করে পুলিশ।  

Ad

গ্রেফতার সাইফুল ইসলাম উপজেলার শংকরপুর গ্রামের ইব্রাহীম খলিলের ছেলে। তিনি চাটখিল পৌরসভার আল ফারুক একাডেমি মাদরাসার শিক্ষক।      

Ad
Ad

জানা যায়, নির্যাতনের শিকার শিশুদের বয়স ১০ থেকে ১২ বছর। গত কয়েক মাস ধরে ভয় ভীতি দেখিয়ে ৪ শিক্ষার্থীসহ আরও কয়েকজন শিক্ষার্থীকে মাদরাসার ভিতরে বলাৎকার করে আসছিলেন অভিযুক্ত শিক্ষক। পরে ভুক্তভোগী শিশুরা তাদের পরিবারকে বিষয়টি জানালে তাদের পরিবার শিশুদের সাথে নিয়ে চাটখিল থানার ওসিকে বিষয়টি অবহিত করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।  

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল হক বলেন, এ ঘটনায় এক ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
সদরপুরে অজ্ঞাত যুবতীর উলঙ্গ মরদেহ উদ্ধার
১৯ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:৪৮:৩৪





Follow Us