• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ সকাল ১০:৪২:৪৭ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

অবরোধের তৃতীয় দিনে গাইবান্ধায় মহিলা দলের বিক্ষোভ: গাড়ি ভাঙ্গচুর

২ নভেম্বর ২০২৩ বিকাল ০৩:৩১:৩৯

সংবাদ ছবি

স্টাফ রিপোর্টার: বিএনপি-জামায়াতের ডাকা টানা ৭২ ঘণ্টার অবরোধের ৩য় দিনে গাইবান্ধা সদর উপজেলার কদমতলী এলাকায় বিক্ষোভ মিছিল করছে জেলা মহিলা দলের  নেতা-কর্মীরা। ২ অক্টোবর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে গাইবান্ধা-সুন্দরগঞ্জ আঞ্চলিক সড়কের কদমতলী নামক স্থানে পিকেটিং ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এসময় অবরোধকারীরা রাস্তা অবরোধ করে অটোরিকশাসহ কয়েকটি গাড়ি ভাংচুর করে।

বিক্ষোভ মিছিলে বিএনপির নেতা-কর্মীরা সরকারের পদত্যাগ ও গ্রেফতার নেতাদের মুক্তি চেয়ে স্লোগান দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসার আগেই নেতা-কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন।

Ad
Ad

এ ঘটনায় গাইবান্ধা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা জুড়ে পুলিশের টহল অব্যাহত রয়েছে। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া এ পর্যন্ত বড় কোন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। 

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
নবীনগরে ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার
১৩ অক্টোবর ২০২৫ সকাল ০৯:৩৭:০২







Follow Us