• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ সকাল ০৮:২৮:৪০ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

নাটোরে ধর্ষণ হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন

২৯ আগস্ট ২০২৪ দুপুর ০২:৪৪:২৯

সংবাদ ছবি

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় ধর্ষণ ও হত্যার দায়ে মো. বাবু ও রইচ উদ্দিন নামের দুই জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাদের প্রত্যেককে এক লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে।

২৯ আগস্ট বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। মামলার অপর পাঁচ আসামি মো. সোহাগ, মো. রাকিব হোসেন, মো. আল-আমিন, মো. জিয়ারুল এবং মো. জামাল হোসেনকে বেকসুর খালাস দেন তিনি।

Ad
Ad

নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান জানান ২০১৪ সালের ৬ মে রাতে নলডাঙ্গা উপজেলার খাজুরা মোল্লাপাড়া গ্রামে ভিকটিমকে তার নিজ শয়ন কক্ষে ঢুকে ধর্ষণ করার পরে বালিশ চাপা দিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সেই সঙ্গে ভিকটিমের গায়ে থাকা স্বর্ণালংকার এবং মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।

Ad

এই ঘটনায় পরের দিন ভিকটিমের বাবা বাদী হয়ে নলডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। দশ বছর পর সাক্ষ্য গ্রহণ এবং শুনানির পর বিচারক বাবু ও রইচ উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান এবং প্রত্যেককে এক লক্ষ টাকা করে জরিমানা করেন। মামলার অপর পাঁচ আসামিকে তিনি বেকসুর খালাস প্রদান করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
সত্যিই কি ভেঙে ফেলা হচ্ছে আইফেল টাওয়ার
১২ অক্টোবর ২০২৫ রাত ০৮:১৮:৪৮




সংবাদ ছবি
আজ সাংবাদিক রাশেদ কাঞ্চনের জন্মদিন
১২ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:১০:৩৯


Follow Us