• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ বিকাল ০৩:৩২:৫২ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

ফটিকছড়ির অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই, আহত ৭

১২ অক্টোবর ২০২৫ দুপুর ০২:৫৫:৪২

সংবাদ ছবি

ফটিকছড়িস প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো মাছ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

১১ অক্টোবর শনিবার দিবাগত রাত ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে অন্তত সাতজন আহত হয়েছেন, যাদের মধ্যে শাকিল চৌধুরী রনি, মাইনুদ্দিন ও রাশেদুল আনোয়ারের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

Ad
Ad

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের দিকে হঠাৎ বাজারে আগুন দেখা দিলে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

Ad

স্থানীয় ইউপি সদস্য মো. কামাল উদ্দিন জানান, অগ্নিকাণ্ডে মাছ বাজারের তিনটি বাছাই ঘর (মাছের টং দোকান) ও চারটি ব্যাচেলর বাসা সম্পূর্ণ পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্তদের মধ্যে আব্দুর রশিদ, আবু তাহের, মো. কামাল ও আনোয়ার হোসেনসহ সাতজন ব্যবসায়ীর দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশন লিডার আব্দুল কাইয়ুম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছি। স্থানীয়দের প্রচেষ্টায় আগুন তখন প্রায় নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সংবাদ ছবি
একটি ঘরের অভাবে কষ্টে আছেন রাহেলা বেগম
১৩ অক্টোবর ২০২৫ দুপুর ১২:৪৮:০৮


Follow Us