• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ সকাল ১১:১১:৪০ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে যুবলীগের সাবেক ২ নেতা গ্রেফতার

১২ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:২৫:১৮

সংবাদ ছবি

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলার মামলায় সাবেক যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

১২ ডিসেম্বর বৃহস্পতিবার ভোরে লক্ষ্মীপুর পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে দুপুরে ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলা-মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

Ad
Ad

গ্রেফতাররা হলেন- চররুহিতা এলাকার সিরাজুল ইসলামের ছেলে ও সদর উপজেলা যুবলীগের সদস্য রেজাউল ইসলাম সুমন এবং কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়ন যুবলীগের সদস্য ও ৫ নম্বর ওয়ার্ড ইউপির সাবেক সদস্য মোসলেহ উদ্দিন।

Ad

লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, ৪ আগস্ট ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলা-মামলায় যুবলীগের সাবেক দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলা মামলায় এ পর্যন্ত ৮২ জনকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, ৪ আগস্ট বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর শহরের তমিজ মার্কেট এলাকার সামনে ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলা চালায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
নবীনগরে ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার
১৩ অক্টোবর ২০২৫ সকাল ০৯:৩৭:০২





Follow Us