• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ সকাল ১০:৩২:৩৯ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

নবীগঞ্জের পাহাড়ি অঞ্চলে বসত বাড়িতে গাঁজা বিক্রি, নারীসহ আটক ২

২২ মে ২০২৪ সন্ধ্যা ০৬:২৪:২৯

সংবাদ ছবি

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বসত বাড়িতে গাঁজা বিক্রির অপরাধে পৃথক স্থান থেকে এক নারীসহ ২ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।

২২ মে বুধবার সকালে উপজেলার ১১নং গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রাম থেকে ওই নারীকে এবং উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের পূর্ব দেবপাড়া কুরুটিলা এলাকা থেকে এক যুবককে আটক করা হয়।

Ad
Ad

আটকরা হলো, কুরুটিলা এলাকার মো. মায়ান মিয়ার ছেলে মায়াদ মিয়া (৪২) ও বনগাঁও গ্রামের জয়নুল মিয়ার স্ত্রী মোছা. শাহিনা আক্তার (৪৫)।

Ad

জানাযায়, নবীগঞ্জ উপজেলায় পাহাড়ি অঞ্চল হিসেবে খ্যাত দিনারপুরে বসত বাড়িতে কৌশলে ইয়াবা ও গাঁজা বিক্রি করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বনগাঁও গ্রাম থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ শাহিনা আক্তারকে এবং কুরুটিলা এলাকা থেকে ১০২ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ মায়াদ মিয়াকে আটক করা হয়।

এ ব্যাপারে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক সাজেদুল হাসান বলেন, নবীগঞ্জের পৃথক স্থান থেকে ইয়াবা-গাঁজাসহ একজন পুরুষ ও এক নারীকে আটক করে মামলা দায়েরের পর তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
নবীনগরে ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার
১৩ অক্টোবর ২০২৫ সকাল ০৯:৩৭:০২







Follow Us